মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসেও এনআরসির আতঙ্কে মৃত্যু এক বৃদ্ধের

সোমবার এনআরসি ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বাংলায় কোন এনআরসি হবে না, যতদিন বেঁচে থাকব বাংলা এনআরসি করতে দেব না। মমতার এই কথা বেশ কিছুদিন ধরে চললেও…

Avatar

সোমবার এনআরসি ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বাংলায় কোন এনআরসি হবে না, যতদিন বেঁচে থাকব বাংলা এনআরসি করতে দেব না।

মমতার এই কথা বেশ কিছুদিন ধরে চললেও তা এখনো গ্রাম বাংলার কানে কানে পৌঁছায়নি। তা এই ঘটনার প্রমাণ। মালদহের বাসিন্দা ভীরু কুন্ডু বেশ কিছুদিন ধরে এনআরসি আতঙ্কে চিন্তিত ছিলেন। বাংলায় এনআরসি হলে আদৌ কি থাকতে পারবেন এই দেশে? নাকি কোন ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকতে হবে। এই চিন্তায় মগ্ন ছিলেন তিনি। সোমবার হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। তার পরিবারের লোকজন এনআরসি ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।