ক্রমশ দুর্বল হতে থাকা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে বড়সড় পরিবর্তন করতে চলেছেন অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, দশটি রাষ্ট্রীয় ব্যাংকের সংযুক্তিকরনের মাধ্যমে চারটি ব্যাংক তৈরির কথা ঘোষণা করেছেন। এরই জেরে থাকছে না ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এবং ইন্ডিয়ান ব্যাংক। এরই কারণে মিশে যাচ্ছে কানাড়া ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং অন্ধরা ব্যাংক। ফলে এই সমস্ত ব্যাংক থেকে বহু কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।