পৃথিবীর অন্যতম দামি ধাতু গুলির মধ্যে স্বর্ণ উল্লেখযোগ্য। দিনের পর দিন এর মূল্য বেড়েই চলেছে। আজ্ঞে হ্যাঁ, দিনের পর দিন দাম বৃদ্ধির ফলে প্রায় মধ্যবিত্তের সাধ্যের বাইরে গিয়ে পৌঁছেছে স্বর্ণ। বিশেষ করে ভারতীয় মহিলারা স্বর্ণের গহনা পড়তে বেশি ভালোবাসার কারণে এর চাহিদাও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী এক বছরের মধ্যে ১০ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পাবে এই হলুদ ধাতুর দাম। আর বিশেষ এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষেরা।
আপনারা নিশ্চয়ই জানেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থা কতটা সচ্ছল তাও নির্ভর করে এই স্বর্ণের উপর। আজ্ঞে হ্যাঁ, যে দেশে যত পরিমান স্বর্ণ মজুদ করা রয়েছে সেই দেশ তত বেশি উন্নত বলেই মান্য করা হয়। যার ফলে শুধু ভারতীয় মহিলারাই নন, ভারত সহ বিভিন্ন দেশ সোনার ভান্ডার গড়ে তুলতে বিভিন্ন সময় বিশ্ব বাজার থেকে সোনা কিনে থাকে। আর সেই কারণে প্রতিনিয়তই বিশ্ববাজারে সোনার দামের উত্থান-পতন লেগেই থাকে। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে বিশেষভাবে পতন ঘটেছে সোনার দামে। যদি এই বেলা আপনি স্বর্ণ ক্রয় করে না থাকেন, তবে নিঃসন্দেহে মহা-ভুল করবেন।
বুলিয়ন মার্কেট বিশেষজ্ঞদের মতে, কোনো কারণে আপনি যদি শীঘ্রই সোনা না কেনেন, তাহলে আগামী দিনে আপনি আফসোস করবেন। কারণ এমন সুযোগ বারবার আসে না। যদি ভারতের বাজারে আজ স্বর্ণের দামের কথা বলি, তবে বুলিয়ন বাজারে প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৯ হাজার টাকার উপরে। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে আপনাকে খরচ করতে হবে ৫৯,০০৭ টাকা। তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক মাসে এটাই স্বর্ণের মূল্য পতন। গেল সপ্তাহে ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ৬০,১৬০ টাকায়। তাই অপেক্ষা না করে আজকেই কিনে ফেলুন প্রয়োজন মত সোনা।