দেখুন গাছের অভ্যন্তরে কিভাবে জ্বলছে আগুন, মুহুর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও

বিশ্ব প্রকৃতির অপার লীলাকে বোঝা বড় ভার, যার এক হাতে রয়েছে সৃষ্টির উল্লাস এবং অন্য হাতে রয়েছে ধ্বংসের উন্মাদনা। প্রকৃতির ধ্বংসলীলার অন্যতম অস্ত্র হল বজ্রপাত। বজ্রপাতের ক্রোধ সকলের অজানা। কিভাবে…

Avatar

বিশ্ব প্রকৃতির অপার লীলাকে বোঝা বড় ভার, যার এক হাতে রয়েছে সৃষ্টির উল্লাস এবং অন্য হাতে রয়েছে ধ্বংসের উন্মাদনা। প্রকৃতির ধ্বংসলীলার অন্যতম অস্ত্র হল বজ্রপাত। বজ্রপাতের ক্রোধ সকলের অজানা। কিভাবে হত্যা ও ধ্বংস করতে হয় তা এটি ভালো করে জানে। মা প্রকৃতি প্রায়শই বজ্রপাতের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের অবাক করে দেয়, যা একই সাথে মন্ত্রমুগ্ধ ও ভিতীজনক উভয় হতে পারে। ঠিক তেমনই এক ঘটনা ঘটলো এক গাছের সাথে।

বজ্রপাত এসে গাছটিতে আঘাত করায় গাছটি আগুনে পুড়তে শুরু করে। এর ভিতর জ্বলতে থাকে এবং প্রায় দেখে মনে হচ্ছিলো গাছের ছাল এমন একটি খোল যা অবিরাম আগুন ধারণ করে। জ্বলন্ত গাছটি ক্যাপচার করে সেই ভিডিওটি কোনো ভাবে টুইটারে ভাইরাল হয়। ১৫ সেকেন্ডের এই ভিডিওটি কোথায় শুট হয়েছে তা জানা যায়নি তবে টুইটারে যিনি শেয়ার করেছেন ভাইরাল হয়েছে তার লোকেশন আটলান্টা বলে জানা যায়। ভিডিওটির ক্যাপশনটিতে লেখা আছে :”একটি গাছের অভ্যন্তরে একটি চেহারা যা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।”

ভিডিওটি দেখার পর কিছু কিছু মানুষ বিশ্বাস করতে পারেননি। ভিডিওটি নিয়ে কিছু লোক ল্যান্ড অফ দ্যা রিংস এর রসিকতা করে ছড়িয়ে দেন আবার কেউ কেউ ভুয়ো বলে মনে করেছেন। তবে ভিতর থেকে জ্বলতে থাকা গাছের এই দৃশ্য অবশ্যই অনন্য এবং অস্বাভাবিক।