Today Trending Newsদেশনিউজরাজ্য

অনলাইনেই আধার নম্বর থেকে প্যান কার্ড তৈরি করুন, জানুন কীভাবে করবেন – E-Pan Card

Advertisement

ভোটার আইডি কার্ড ও আধার কার্ডের মত প্যান কার্ড অত্যন্ত জরুরী একটি ডকুমেন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে। এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের কাছে এই প্যান কার্ড থাকাও আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্যান নম্বর দরকার হয়। বর্তমানে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোয় এটি আরো বেশিভাবে আবশ্যিক হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যারা প্যান কার্ড করাননি বা নতুন করে প্যান কার্ড করানোর কথা ভাবছেন তাদের কাছে এই নিবন্ধটি একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ হতে চলেছে।

এখন প্যান কার্ড তৈরি করার জন্য অনলাইনে আবেদন করা যাবে খুব সহজ উপায়ে। ইতিমধ্যেই যাদের বৈধ আধার কার্ড রয়েছে তারা বিনামূল্যেই পিডিএফ ফরম্যাটে ই-প্যান পেয়ে যাবেন। ই-প্যান হল একটি ডিজিটাল স্বাক্ষরিত প্যান কার্ড যা, আধার কার্ডের কেওয়াইসির উপর নির্ভর করেই পাওয়া যায়। এটি একটি প্রি-লগইন পরিষেবা যা, সমস্ত করদাতাদের জন্যই উপলব্ধ।

ই-প্যান থাকার সুবিধা-
১) এটি একটি কাগজমুক্ত ও সহজ প্রক্রিয়া।
২) এটি পাওয়ার জন্য প্রয়োজন বৈধ আধার নম্বর ও তার সাথে যুক্ত থাকা মোবাইল নম্বর।
৩) আইনগত দিক দিয়েও এই ই-প্যান বৈধ।
৪) আয়কর বিভাগের কাজ কিংবা যেকোনো লেনদেনের ক্ষেত্রে এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি নথি।

ই-প্যান পাওয়ার ধাপ-
১) https://www.incometax.gov.in/iec/foportal/ – আয়কর বিভাগের এই ই-ফাইলিং পোর্টালে প্রথমে ঢুকতে হবে।
২) এরপর হোমপেজে গিয়ে ইনস্ট্যান্ট ই-প্যানে ক্লিক করতে হবে।
৩) এরপর নিউ ই-প্যানে ক্লিক করতে হবে।
৪) এরপর আধার নম্বর লিখে কন্টিনিউ করতে হবে।
৫) এক্ষেত্রে যদি আগে থেকেই আধার নম্বরের সাথে বৈধ প্যান নম্বর লিঙ্ক করা থাকে তবে সেই বার্তাটি ফোনে আসবে। নয়তো লিঙ্ক করানোর বার্তা আসবে।
৬) এরপর নির্ধারিত ওটিপি পোর্টালে লিখে কন্টিনিউ করতে হবে।
৭) শেষে বৈধ ফোন নম্বরে একটি লিঙ্ক আসবে। সেই লিঙ্ক থেকেই ডাউনলোড করা যাবে ই-প্যান।

Related Articles

Back to top button