অবশেষে রাজ্যে নিয়োগ হতে চলেছে স্কুল শিক্ষক। তবে হতাশার বিষয় হলো এই, মাত্র একজন শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। বিশেষ ধরনের সক্ষম শিশুদের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে Akrahat Dishari Handicapped School and Training Centre। এই বিজ্ঞপ্তি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আজকের নিবন্ধে চলুন দেখে নেওয়া যাক, রাজ্যের সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং বেতন সীমা কত হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানকারী সংস্থা: Akrahat Dishari Handicapped School & Training Centre
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওয়েবসাইট: coochbehar.gov.in-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের আগে অবশ্যই নির্ধারিত পোর্টাল থেকে বিজ্ঞপ্তি দেখে নেবেন।
শিক্ষাগত যোগ্যতা: বিশেষ ধরনের সক্ষম এই শিশুদের জন্য সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের সাংকেতিক ভাষা জানতে হবে।
আবেদনের প্রক্রিয়া: সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য একজন আবেদনকারীকে coochbehar.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। যেখানে আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
নির্বাচনের প্রক্রিয়া: বিশেষ এই পদে আবেদন করা প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
বেতন সীমা: রাজ্যের সহকারি শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীকে লেভেল ৬ অনুযায়ী প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদনের তারিখ: যোগ্য প্রার্থীরা ২১/০৯/২০২৩ থেকে ০৩/১০/২০২৩ সাল পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।