ব্যাংকে টাকা না থাকলেও এবার পেমেন্ট করতে পারবেন ইউপিআই দিয়ে, নতুন ব্যবস্থা নিয়ে এলো রিজার্ভ ব্যাংক
ভারত সরকার সম্প্রতি ইউপিআই-তে ক্রেডিট লাইনের সুবিধা দিতে চলেছে
বিভিন্ন ব্যাংকের RUPAY ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এখন google pay ব্যবহার করে ইউপিআই লেনদেন করতে পারছেন। ব্যবহারকারীরা যেকোনো পছন্দসই স্থানে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পেমেন্ট করতে পারেন। এমনকি আপনারা অফলাইনে পেমেন্ট করতে পারেন। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী মোট ডিজিটাল লেনদেনের ৪০ শতাংশ হয়েছিল মোট ভারত থেকেই। স্মার্টফোন ব্যবহার করে যে কোন জায়গা থেকেই এই পেমেন্ট করে দেওয়া যায়। যদি আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আপনার মোবাইল নম্বর কানেক্ট করা থাকে তাহলেই আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন। একটা সিঙ্গেল ক্লিকে আপনি যেকোনো অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কিন্তু আপনি কি জানেন যদি আপনার কাছে ব্যালেন্স কম থাকে, তাহলেও আপনি ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন?
রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে তারা ক্রেডিট লাইন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে, যদি আপনাদের ব্যালেন্স কম থাকে, তাহলেও এবার থেকে আপনারা টাকা খরচ করতে পারবেন এবং পরে ব্যাংকে পরিশোধ করতে পারবেন। ৪ সেপ্টেম্বর থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ব্যাংক দ্বারা ব্যক্তিদের কাছে জারি করা একটি প্রাক মঞ্জুরীকৃত ক্রেডিট লাইনের মাধ্যমে এই অর্থ প্রদান করা যাবে। গ্রাহকদের পূর্ব সম্মতিতে এই সিস্টেম ব্যবহার করা যেতে পারে।
ব্যাংকের ওয়েবসাইট অনুসারে আপনি এই সুবিধাটি যে কোন ইউপিআই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন যেমন google pay paytm এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং পেমেন্ট প্লাটফর্ম। তবে এই ক্রেডিট লাইন ব্যবহার করার একটা নির্দিষ্ট সীমা রয়েছে। প্রত্যেকটি ব্যাংককে আগে গ্রাহকের কাছ থেকে একটা সম্মতি নিতে হবে এবং তারপর সম্মতি অনুমোদিত হয়ে গেলে ব্যবহারকারী ইউপিআই অ্যাপের মাধ্যমে এই ক্রেডিট ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট অ্যামাউন্ট এর ব্যাপারে, আগে থেকে সেই গ্রাহককে জানিয়ে রাখা হবে। তারপরেই কিন্তু ওই গ্রাহক ইউপিআই অ্যাপ ব্যবহার করে টাকা দিতে পারবেন।
যদিও আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যেই এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংকের মতো বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কে এই ক্রেডিট লাইন ফেসিলিটি রয়েছে। এই ফেসিলিটি ব্যবহার করার জন্য এইচডিএফসি ব্যাংক তাদের গ্রাহকদের কাছ থেকে ১৪৯ টাকা করে চার্জ করে। আইসিআইসিআই ব্যাংক এই মুহূর্তে কোন কিছু চার্জ করছে না এই ফেসিলিটি ব্যবহার করার জন্য। তবে আপনি যদি এই ফেসিলিটি ব্যবহার করেন তাহলে আপনাকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হতে পারে। তবে হ্যাঁ, এই দুটি ব্যাংকের একটি ক্রেডিট লিমিট রয়েছে। এই ক্রেডিট লিমিট হল ৫০ হাজার টাকা। এর থেকে বেশি টাকা আপনারা একবারে তুলতে পারবেন না।