পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির মতো ছোট সঞ্চয় প্রকল্পের জন্য সরকারের নতুন সিদ্ধান্ত, প্রকাশিত হলো নতুন সুদের হার – INTEREST RATES
সরকার এবারে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নতুন সুদের হার প্রকাশ করেছে
অক্টোবর থেকে ডিসেম্বর এর কোয়ার্টারে এবারে ছোট সঞ্চয় প্রকল্পের উপরে নতুন সুদের হার ঘোষণা করেছে সরকার। শুধুমাত্র ৫ বছরের রেকারিং ডিপোজিট এর উপরে সুদের হার ৬.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬.৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষান বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মত বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধিতে ৮% সুদের হার
অর্থ মন্ত্রক শুক্রবার সন্ধ্যায় ১ অক্টোবর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময়ের জন্য ছোট প্রকল্পের সুদের হার পরিবর্তন করেছে। এই নতুন সুদের হার অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে ৮ শতাংশ সুদের হার পাওয়া যাবে। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাবে ৮.২ শতাংশ সুদের হার। মান্থলি ইনভেস্ট স্কিমে পাওয়া যাবে ৭. ৪ শতাংশ হারে সুদ। অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে পাওয়া যাবে ৭.১ শতাংশ হারে সুদ। এছাড়া, সাধারণ সেভিংস একাউন্টে পাওয়া যাবে আগের মতই ৪ শতাংশ করে সুদ।
পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে বেড়েছে সুদের হার
টাইম ডিপোজিটের কথা বলতে গেলে এক বছরের টাইম ডিপোজিটে এবার থেকে আপনারা ৬.৯ শতাংশ সুদ পেয়ে যাবেন। অন্যদিকে দুই বছরের টাইম ডিপোজিটে পাবেন ৭ শতাংশ সুদ, তিন বছরের টাইম ডিপোজিটে পেয়ে যাবেন ৭ শতাংশ সুদ এবং পাঁচ বছরের টাইম ডিপোজিটে পেয়ে যাবেন ৭.৫ শতাংশ সুদ। সব মিলিয়ে আগামী ত্রৈমাসিকের জন্য সরকার রেকারিং ডিপোজিটের উপরে সুদের হার ৬.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬.৭ শতাংশ করেছে।