ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৫১ হাজার টাকায় কিনে নিন নতুন ইলেকট্রিক স্কুটার ZELIO EEVA, দেখে নিন দুর্দান্ত রেঞ্জ এবং আধুনিক বৈশিষ্ট্যগুলি – ELECTRIC SCOOTER

ভারতের বাজারে খুব শীঘ্রই এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে বলে জানা যাচ্ছে

Advertisement

দেশের ইলেকট্রিক দু চাকার যানবাহনের বাজারের একটা দীর্ঘ পরিসর ইতি মধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এই বাজারে আপনি একাধিক ইলেকট্রিক স্কুটার দেখতে পাবেন যেখানে আপনি আকর্ষণীয় চেহারার পাশাপাশি দীর্ঘ রেঞ্জ এবং উন্নত কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন। আজকে এই প্রতিবেদনে আমরা একটি নতুন ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে কথা বলতে চলেছি। এই নতুন ইলেকট্রিক স্কুটারটির নাম হল ZELIO EEVA। এই ইলেকট্রিক স্কুটারে আপনি একটি অনন্য ডিজাইন পেয়ে যাবেন যা মানুষের বেশ পছন্দ হতে চলেছে।

আপনাদের জানিয়ে রাখি কোম্পানি এই ইলেকট্রিক স্কুটার টিকে বাজেট সেগমেন্টের গ্রাহকদের জন্য তৈরি করেছে। তাই এর ফিচার মোটামুটি সেই সমস্ত গ্রাহক কেন্দ্রিক রাখা হয়েছে যাদের বাজেট মোটামুটি ৫০০০০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। এই নতুন ইলেকট্রিক স্কুটার এর এক শোরুম দাম শুরু হচ্ছে ৫৪৫৭৫ টাকা থেকে। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটার এর টপ ভেরিয়েন্টের দাম ৫৭৪৭৫ টাকা। এই ইলেকট্রিক স্কুটার আপনি কেন কিনবেন তার বেশ কিছু কারণ রয়েছে। চলুন সেটার ব্যাপারেই আজকে জেনে নেওয়া যাক।

এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনি পেয়ে যাচ্ছেন একটি ২৮ এম্পিয়ার আওয়ার ক্ষমতার জেল ব্যাটারি প্যাক। এর সাথেই কোম্পানি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর প্রদান করতে চলেছে যা ভিএলডিসি প্রযুক্তির সাথে চলছে। কোম্পানির তরফে জানানো হয়েছে এতে লাগানো ব্যাটারি প্যাক স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করে মাত্র ৪ ঘন্টা থেকে ৫ ঘণ্টার মধ্যে আপনি চার্জ করতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ হয়ে গেলে আপনি ৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। এতে আপনি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি পাবেন।

এই নতুন ইলেকট্রিক স্কুটারে বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করেছে কোম্পানি। এই ইলেকট্রিক স্কুটারে আপনি পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার, পুশ বাটন স্টার্ট, ডিজিটাল ট্রিপ মিটার, ইউএসবি চার্জিং পয়েন্ট, পার্কিং গিয়ার, রিভার্স পার্কিং সেন্সর, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি টেইল লাইট এবং এলইডি হেড লাইট, এলইডি টার্ন সিগনাল ল্যাম্প এবং এলইডি ডিআরএলের মত কিছু ফিচার।

Related Articles

Back to top button