হাঁফ ছেড়ে বাঁচলেন বাইডেন, পড়তে পড়তেও অল্পের জন্য রক্ষা পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার – US GOVERNMENT SHUTDOWN
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন ছিল প্রায় আসন্ন
অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ মুহূর্তের পদক্ষেপের ফলে মার্কিন সরকারের শাটডাউন এড়ানো সম্ভব হল। মার্কিন কংগ্রেস অবশেষে অনুমোদন দিল স্টপ গ্যাপ তহবিল বিলের। মার্কিন সেনের এই শাটডাউন স্থগিত করার জন্য ইতিমধ্যেই একটি প্রস্তাব পাস করেছে। রিপাবলিকান পার্টির সাংসদরা ক্রমাগত খরচ কমানোর দাবিতে সরকারের উপরে বহুদিন ধরে চাপ সৃষ্টি করছিলেন। আর সেই কারণেই সরকারের অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। আর এবারে দাবি পরিত্যাগ করে মার্কিন কংগ্রেস স্টপ গ্যাপ তহবিল বিল অনুমোদন করল। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে সেনেটে একটা বিভ্রান্তি রয়েছে। তবে, মার্কিন কংগ্রেস শেষ মিনিটে স্টপ গ্যাপ তহবিল বিল অনুমোদন করায়, কিছুটা হলেও স্বস্তিতে মার্কিন সরকার।
শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেস স্টপ গ্যাপ ফান্ডিং বিল পাস করানোর ফলে, সরকার কোনভাবে একটা বিপদ এড়াতে পেরেছে। এর ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সরকারের খরচ চালানো আর্থিক সাহায্যের সম্মতি মিলেছে। ফলের বিরোধিতা সত্বেও রিপাবলিকান স্পীকার কেভিন ম্যাককার্থী প্রথম এই বিল নিয়ে এসেছিলেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৩৩৫-৯১ ভোটে পাস হয়েছিল বিলটি। অন্যদিকে সেনেটে পাস হয়েছিল ৮৮-৯ ভোটে। এই বিলটিতে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরা বেশি সমর্থন করেছিলেন। কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার কাজকর্ম আরো ৪৫ দিনের জন্য চালু রাখতে এবং শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে এই ফান্ডিং বিল বা তহবিল বিল পাস হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে এই স্টপ গ্যাপ তহবিল বিল পাস করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই বিলটি পাশের ফলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সরকারি টাকার স্রোত বজায় থাকবে। যদি সরকার শাটডাউন হয়ে যেত তাহলে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্ক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ৪০ লক্ষ কেন্দ্রীয় কর্মীর বেতন ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেত। সঙ্গেই বন্ধ হত বৈজ্ঞানিক গবেষণার সমস্ত তহবিল। দেশের প্রায় ৭০ লক্ষ মহিলা, যাদের সন্তান রয়েছে এবং আর্থিক সংগতি নেই তাদের খাবার যোগানোর জন্য যে প্রকল্প রয়েছে সেটাও বন্ধ করে দিতে হতো।