একের পর এক জনহিতকর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। দ্রব্যমূল্যের হাত থেকে কিছুটা রেহাই দিতে ফের বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। রান্না এলপিজি সিলিন্ডারের জন্য আরও কম টাকা দিতে হবে আমজনতাকে। সম্প্রতি এমনটা উঠে এসেছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে।
কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে বলে জানা গিয়েছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের আরও কিছুটা স্বস্তি দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৪ অক্টোবর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে রাখি উপলক্ষে উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল সরকার। কিন্তু এই ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য দিল্লিতে ১৪.২ কেজি এলপিজির দাম ৯০৩ টাকা। একই সঙ্গে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এখন ৬০৩ টাকায় রান্নার এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।
উজ্জ্বলা যোজনার আওতায় দেশের মোট ১০.৩৫ কোটি মানুষ সস্তা গ্যাস সিলিন্ডারের সুবিধা নিচ্ছেন। এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের প্রায় ৭৫ লক্ষ পরিবারকে এলপিজি সংযোগ দেওয়া হবে। এর ফলে এই প্রকল্পের আওতায় আসা মহিলাদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটি।মন্ত্রিসভায় ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, “অতিরিক্ত এলপিজি সংযোগ দেওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের উপর ১৬৫০ কোটি টাকার বোঝা বাড়বে। “