এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম, ১০ গ্রামের দাম ৫০০০ টাকা সস্তা আজকে, জানুন সর্বশেষ সোনার দাম
ভারতের বাজারে সোনার দাম এই মুহূর্তে অনেকটাই নিম্নমুখী
এই বছরের মে মাসে আমেদাবাদের বুলিয়ান বাজারে ২৪ ক্যারেট সোনার দাম হয়ে গিয়েছিল ১০ গ্রাম ৬৩ হাজার ৫০০ টাকা। আপনারা সকলেই জানেন আমাদের দেশে উৎসবের মরশুমে সোনার দাম অনেকটা উপর নিচ হয়ে থাকে। বিশেষ করে কালীপুজো এবং ধনতেরাসের সময় সোনার দাম অনেকটা বেশি থাকে কারণ এই সময় সারা ভারতের মানুষ সোনা কেনেন। এই বছরেও দীপাবলি এবং ধনতেরাসের সময় সোনার দাম পরিবর্তন হতে পারে। আপনারা মোটামুটি অনেকেই জানেন সোনার দাম দীপাবলি এবং ধনতেরাসের সময় অনেকটা বেশি থাকে কিন্তু এবছর কিছুটা উল্টো ঘটনা ঘটে গেছে। গত কয়েকদিন ধরেই খুব দ্রুত হারে কমতে শুরু করেছে সোনার দাম।
বুধবারের কথা বললে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৬৫৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ছিল দশ গ্রামের ৫১ হাজার ৮৯৪ টাকা। আপনারা হয়তো জেনে অবাক হবেন বুধবার সন্ধ্যায় ২২ ক্যারেট সোনার দাম ৫২ হাজার টাকার নিচে নেমে গিয়েছিল। কিন্তু এবার প্রশ্নটা হল কেন এত দ্রুত হারে কমছে সোনার দাম? আসলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকার কারণে ভারতের বাজারেও সোনার দাম নিম্নমুখী হচ্ছে। আপনারা অনেকেই জানেন আমেরিকার বাজারে এই মুহূর্তে টালমাটাল অবস্থা। সেই কারণে আন্তর্জাতিক বাজারে যেহেতু এখন চাপ বেশি তাই সেই কারণে আমাদের দেশেও সোনার দাম অনেকটা নিচের দিকে নামতে শুরু করেছে। যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে কিন্তু দীপাবলি এবং ধনতেরাসের সময় আরো খানিকটা নিচের দিকে নেমে যাবে সোনার দাম।