প্রতিমাসে পেনশন পাবেন ১৬,০০০ টাকা, LIC নিয়ে এলো সময়ের সেরা স্কিম
নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি ইনভেস্টকারীর মৃত্যু ঘটে, তবে সেই বিমার পুরো টাকা দেওয়া হয় তার পরিবারকে।
নিজের এবং সন্তানের জীবন সুরক্ষিত করতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করে থাকি। বিশেষ করে ব্যাংক কিংবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটগুলি বেছে নিয়ে থাকি। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি প্রতি মাসে ঘরে বসে ১৬,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন।
তবে দুর্দান্ত এই স্কিমটি গ্রহণ করতে হলে আপনাকে আপন করে নিতে হবে ভারতের সবচেয়ে বড় বীমা কোম্পানি LIC-কে। আমরা এই নিবন্ধে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় জীবন বিমা নিগম কর্পোরেশন হলো এমন একটি সংস্থা, যারা মাসিক ভিত্তিতে কিংবা বার্ষিক ভিত্তিতে ইনভেস্ট গ্রহণ করে এবং নির্ধারিত সময় শেষে বৃহৎ অংকের টাকা রিটার্ন করে পলিসি ধারণকারীর একাউন্টে।
তবে সাধারণত ভারতীয় জীবন বিমা নিগম করপোরেশনে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে হয় পলিসি গ্রহণকারীকে। আপনারা জানলে অবাক হবেন, নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি ইনভেস্টকারীর মৃত্যু ঘটে, তবে সেই বিমার পুরো টাকা দেওয়া হয় তার পরিবারকে। আজ আমরা আপনাদের জন্য ভারতীয় জীবন বীমা নিগমের এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, যেখানে একবার বিনিয়োগ করলে অবসর সময়ে দুশ্চিন্তা করতে হবে না কাউকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
জীবন অক্ষয় প্রকল্পের সুবিধা: ভারতীয় জীবন বীমা নিগম কর্পোরেশনের অন্যতম সেরা স্কিম এটি। এই স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই বিনিয়োগকারীর বয়স ৩০ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি একসাথে সমস্ত টাকা ইনভেস্ট করতে হবে ওই বীমা গ্রহণকারীকে। আপনি চাইলে সর্বনিম্ন ১ লাখ টাকা দিয়ে এই বীমা গ্রহণ করতে পারেন। তবে যদি আপনি মাসিক পেনশনে ৩৫ লাখ টাকা ইনভেস্ট করেন, তবে নির্ধারিত সময় শেষে প্রতি মাসে আপনি ১৬,৪৭৯ টাকা পেনশন পাবেন। এছাড়া যদি আপনি ৩ মাস প্রকল্পে টাকা ইনভেস্ট করেন, তবে আপনি একসাথে ৪৯,৭৪৪ টাকা রিটার্ন পাবেন।