DA বৃদ্ধির অনুমোদন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, অক্টোবরেই খুশির সংবাদ পাবেন কর্মচারীরা
অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সি শ্রীকুমার জানিয়েছেন, এবার কর্মীদের DA হবে ৪৬ শতাংশ।
ধারাবাহিক মূল্য স্ফিতির কারণে দিনের পর দিন জোরালো হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলন। বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘভাতা বৃদ্ধির জন্য নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ করছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০১৩ সালে গঠিত ৭ম পে-কমিশনের অধীনে বেতন পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। যেখানে ৪২ শতাংশ হারে DA প্রদান করা হয় কর্মচারীদের। তবে বিগত এক দশকে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে লাফিয়ে লাফিয়ে। এমন পরিস্থিতিতে ৮ম পে-কমিশন গঠন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলনে উঠে পড়ে লেগেছে সরকারি কর্মচারীরা।
আমরা আপনাদের বলে রাখি, গত বছর দীপাবলি ছিল ২৪শে অক্টোবর, এবার তা ১২ই নভেম্বরে স্থির হয়েছে। মনে করা হচ্ছে, দীপাবলীর প্রাকমুহুর্তে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে পে-কমিশন। পাশাপাশি, ২০২৪ সালে ৮ম পে-কমিশন গঠন নিয়েও বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। যদি মন্ত্রিসভার এই বৈঠকে মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের DA এক লাফে প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ ভাতা পাবেন।
যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে। যারা সরাসরি সরকারের এই সিদ্ধান্তের সুবিধা ভোগ করবেন।
এদিকে, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সি শ্রীকুমার জানিয়েছেন, এবার কর্মীদের DA হবে ৪৬ শতাংশ। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্রীয় সরকার! শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন নির্ধারিত হবে ৮ম পে-কমিশনের অধীনে। পাশাপাশি, করোনা মহামারির কারণে সরকারি কর্মচারীরা যে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত রয়েছেন, তাও পরিশোধ করবে কেন্দ্রীয় সরকার।