ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsনিউজ

Home Loan: দীপাবলীর আগেই সুখবর কেন্দ্রীয় সরকারের, ৫০ লাখ টাকা পর্যন্ত গৃহঋণে থাকবে সুদ ছাড়ের সুবিধা

Advertisement

চলতি সপ্তাহে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত পরিকল্পনাগুলি বাস্তবায়নের প্রস্তুতি সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। শহুরে দরিদ্র কিংবা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্যই এই পরিকল্পনা নরেন্দ্র মোদির। তাদের একটি পাকা বাসস্থানের স্বপ্নপূরণে উদ্যোগী প্রধানমন্ত্রী। এমনকি একটি বড় অঙ্কের গৃহলোন দেওয়ার পরিকল্পনাও রয়েছেন মোদির। ইতিমধ্যেই জানা গিয়েছে, চলতি সপ্তাহে ইএফসি আবাসন ও নগর মন্ত্রকের প্রস্তাবে সুদ ভর্তুকি প্রকল্পটির অনুমোদন করা হয়েছে।

চলতি বছরে দীপাবলীর আগেই সুখবর দিল কেন্দ্রীয় সরকার। এই সুদ ভর্তুকি প্রকল্পের জন্য সুদের ক্ষেত্রে ছাড় থাকবে। বলাই বাহুল্য, শহুরে দরিদ্র মানুষদের বাসস্থান ও বিদ্যুতের স্বপ্নপূরণ করবে এই প্রকল্প। জানা গেছে এই প্রকল্পের জন্য মোট ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ হবে। এই প্রকল্পের আওতায় যে সমস্ত গ্রাহকরা থাকবেন তারা গৃহঋণের জন্য ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থ সুবিধা পাবেন। এক্ষেত্রে ৩-৬ শতাংশ হারে সুদ ছাড়ের সুবিধা থাকবে।

ব্যায় অর্থ কমিটি অর্থাৎ ইএফসি দ্বারা ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এই সুদ ভর্তুকি প্রকল্প। আর এর মাঝেই সৌরশক্তি নিশ্চিত করার পরিকল্পনাটিও গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। চলতি বছরের স্বাধীনতা দিবসেই এই পরিকল্পনাগুলো ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এই প্রকল্পের সূত্র ধরে শহুরে মধ্যবিত্তদের পাকা বাসস্থান দেওয়ার পরিকল্পনাটি বাস্তবায়ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে যদি ঘরে ঘরে সৌরশক্তি সরবরাহের বিষয়টি অনুমোদিত হয়ে যায়, তবে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনেকটাই সফলতা পাবে। উল্লেখ্য, এই প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্তই বলবৎ করা হবে। পাশাপাশি প্রাপ্ত ভর্তুকির পরিমাণ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা করা হবে।

Related Articles

Back to top button