Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘরের ভেতর একা পেয়ে নিজের প্রেমিকার উপরে ঝাঁপিয়ে পড়লেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, October 10, 2023 4:02 PM

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় কয়েকজন অভিনেতাদের মধ্যে একজন হলেন খেসারি লাল যাদব। আজকালকার দিনে খেসারি লাল যাদব ভোজপুরি দুনিয়ার সব থেকে জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন কারণ বেশ কয়েক বছর ধরে নিরাহুয়া আর নতুন করে সিনেমা করছেন না। ভোজপুরি দুনিয়ায় এখন খেসারি লাল যাদবের সব থেকে ভালো সময়টা চলছে। বহু অভিনেত্রীদের সঙ্গে তাকে দেখা যাচ্ছে অভিনয় করতে। পুরনো ছাড়াও নতুন অভিনেত্রীরাও তার সঙ্গে অভিনয় করে বেশ খুশি। সম্প্রতি তার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বপ্না চৌহানের সঙ্গে রোমান্স করতে। এই ভিডিওতে স্বপ্নার সঙ্গে যৌবনের রং ভাগ করে নিয়েছেন অভিনেতা খেসারি লাল যাদব। সম্প্রতি এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চুম্মা ইস ভিটামিন নামের একটি গান। এই গানের ভিডিওতে রোমান্স করতে দেখা গিয়েছে খেসারি লাল যাদব এবং স্বপ্না চৌহান কে। এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং অনুপমা যাদব। এই গানের ভিডিওতে দুজনকে কখনো খোলামেলা পরিবেশে দেখা যাচ্ছে আবার কখনো কাঁচ ঢাকা ঘরে দেখা যাচ্ছে রোমান্স করতে।

সপ্নার পরনে রয়েছে জিন্স এবং টপ এবং ওদিকে খেসারির পরনে রয়েছে জিন্স এবং পাতলা টি শার্ট। দুজনের পোশাকের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে বলা যেতে পারে। রোমান্সের পাশাপাশি তাদের দুজনের নাচ দর্শকদের মন কেড়েছে।

আদিত্য ফিল্মস নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি মাসখানেক আগে প্রকাশিত হয়েছিল এবং ইতিমধ্যেই তিন মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি অনেকে এই ভিডিওর নিচে নিজেদের মূল্যবান কমেন্ট করেছেন।