নিউজদেশ

লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, মা মেয়ে সহ ৫ জনের মৃত্যু, জানুন বিস্তারিত – TRAIN ACCIDENT

নর্থ ইস্ট এক্সপ্রেসের এই ঘটনা আবারো ইন্ডিয়ান রেলওয়ের উপরে প্রশ্ন তুলে দিলো

Advertisement

বুধবার রাতে বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায়, প্রশ্ন উঠছে ভারতীয় রেলের উপর। জানা যাচ্ছে, আগে থেকেই ট্রেনের ট্র্যাক ক্ষতিগ্রস্থ হয়েছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ট্রেনের ২৪টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে আটটি বগি সম্পূর্ণ ধসে পড়েছে। এই আটটি বগির মধ্যে দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে লাইনের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২০০ যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে প্রায় ৭০ জন গুরুতর আহত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বক্সারের ঘটনাস্থলে ত্রাণ তৎপরতা চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, জেলা প্রশাসন, রেলের আধিকারিক এবং স্থানীয় লোকজন কাজ করছে। রেলওয়ের ওয়ার রুমের কাজও শুরু হয়েছে।

রাত আনুমানিক ৯:৩৫ মিনিটে দানাপুর বিভাগের রঘুনাথপুর স্টেশনের কাছে ট্রেন নম্বর 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুল ভিড় জমে যায়। ত্রাণ কাজে নেমে পড়েন সাধারণ মানুষ। ঘটনাস্থল শহর এলাকা থেকে অনেকটাই দূরে। তাই এই ত্রাণ কাজ শুরু করতে একটু বেশি সময় লাগে। জানা যাচ্ছে,গুরুতর আহত হয়েছেন ৫০ এর বেশি মানুষ। এই মুহূর্তে আহতদের বাইরে নিয়ে আসার কাজ চলছে। পূর্ব মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ত্রাণবাহী মেডিক্যাল টিম ও অফিসাররা ঘটনাস্থলে রওনা হয়েছে। রেলওয়ে আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে যারা শ্বাস নিচ্ছেন না। বাকি আহতদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে বলেছেন, “খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। বাবা ব্রহ্মেশ্বর নাথের কৃপায় এত বড় অঘটন ঘটলেও বহু মানুষের প্রাণ রক্ষা পেল। এই চারজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আহত হয়েছেন বহু মানুষ। আমি রেলমন্ত্রী ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত কথা বলছি। আমি জনগণকে তাদের অপরিসীম সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। রাত থেকেই ত্রাণ ও উদ্ধার কাজে নেমে পড়েন বিজেপি কর্মীরা। নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা যে হাসপাতালে ভর্তি আছেন সেখানে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। ”

Related Articles

Back to top button