ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Savings Account Update: সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিৎ? জেনে রাখুন

Advertisement

বর্তমান সময়ে দাড়িয়ে প্রতিটা মানুষেরই এক বা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলির মধ্যে সেভিংস অ্যাকাউন্ট অন্যতম প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। এতে প্রতিমাসে নিজের সঞ্চয়ের একটা অংশ রেখে দেন সকলেই। নিজের প্রয়োজনীয় খরচা বাদে এই টাকা রাখেন দরকারের জন্য। তবে নিজের সঞ্চয়ের ঠিক কত শতাংশ সেভিংস অ্যাকাউন্টে রাখলে তা সঞ্চয়ের পরিমাণ বাড়াবে? সেই প্রসঙ্গ নিয়েই আলোচনা করা হবে এই নিবন্ধে।

আজকের যুগে দাড়িয়ে প্রায় সকলেই অনলাইন পেমেন্টের উপর নির্ভর করেন। এখন প্রায় কেউই নিজের সাথে খুব বেশি ক্যাস নিয়ে ঘোরেন না। যেকোনো ছোট-বড় জিনিস কেনার ক্ষেত্রেই ব্যবহার করেন নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই। তবে মাসের শেষে বেশিরভাগ ক্ষেত্রেই সঞ্চয়ের পরিমাণ খুব বিশেষ থাকে না। আর এক্ষেত্রে ঠিক কত হারে নিজের সঞ্চয়ের ঠিক কতটা সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিৎ! সেই নিয়েই বিস্তারিত আলোচনা করা হল।

৫০/৩০/২০- এটি সেভিংসের একটি জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী, শতাংশের হিসাবে টাকাকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে‌। এক ব্যক্তির আয়ের ৫০ শতাংশ প্রয়োজন, ৩০ শতাংশ চাহিদা ও ২০ শতাংশ থাকে সঞ্চয় ও ঋণ পরিশোধের জন্য। প্রয়োজন হল প্রতিমাসে যে কাজগুলো না করলেই নয় অর্থাৎ ইলেকট্রিক বিল দেওয়া, মাসকাবারি করা, কেবেল খরচা, নেট খরচা কিংবা ফোনে টাকা ভরানো এগুলো প্রয়োজনের মধ্যে পড়ে। অন্যদিকে চাহিদা হল নিজের মনোরঞ্জনে ব্যয় করা, সেটিকে প্রয়োজন বলা চলে না। সঞ্চয় হল নিজের ভবিষ্যতের জন্য কিংবা কোন একটি কারণে টাকা জমিয়ে রাখা। ঋণ শোধ হল ব্যাঙ্ক কিংবা কারোর কাছ থেকে ধার নিলে সেটি শোধ করা। এক্ষেত্রে বলাই বাহুল্য সঞ্চয় বাড়াতে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখা উচিৎ।

Related Articles

Back to top button