দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় রেলওয়ে লক্ষাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে। জানা যাচ্ছে, চলতি বছরের শেষ লগ্নে ১ লাখ ৭০ হাজার শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রেলওয়ে অফ ইন্ডিয়া। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের এবার অপেক্ষার পলা শেষ করার সুবর্ণ সুযোগ দিতে চলেছে ভারতীয় রেল। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, ভারতীয় রেলের এই বিশেষ পদের জন্য কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
পদের নাম: ভারতীয় রেলের ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিক্ষাগত যোগ্যতা: গ্রুপ-ডি পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে ভারতের যে কোন রাজ্যের স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক পাস হতে হবে।
আবেদনকারীর বয়স: ভারতীয় রেলের বিশেষ এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সংরক্ষিত আসনের জন্য প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: একজন প্রার্থীকে ভারতীয় রেলের গ্রুপ-ডি পদে আবেদন করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন সহ আবেদন পত্র পূরণ করতে হবে।
নির্বাচন পদ্ধতি: নির্দিষ্ট পদে কর্মী নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।