পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকারের বড় উপহার, বেতনসহ এত টাকা বোনাস পাবেন কর্মীরা
কেন্দ্রীয় সরকার ২০২২-২০২৩ সালের জন্য গ্রুপ-বি নন-গেজেটেড অফিসার এবং গ্রুপ-সি কর্মীদের জন্য দীপাবলি বোনাস ঘোষণা করেছে।
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হতে না হতেই পুরো ভারত জুড়ে মেতে উঠবে দীপাবলীর মহোৎসবে। আর দীপাবলির পূর্বেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পেতে চলেছেন খুশির খবর। আমরা আপনাকে বলি যে, কেন্দ্রীয় সরকার ২০২২-২০২৩ সালের জন্য গ্রুপ-বি নন-গেজেটেড অফিসার এবং গ্রুপ-সি কর্মীদের জন্য দীপাবলি বোনাস ঘোষণা করেছে। পাশাপাশি প্যারামিলিটারি ফোর্সদের জন্যেও পুজোর বোনাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ চাকরিজীবীদের চেয়েও সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বেশি বোনাস পাবেন প্যারামিলিটারি ফোর্সের সদস্যরা।
মিডিয়ার দেওয়া এক তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এই সোমবার নন-গ্যাজেট গ্রুপ-বি এবং গ্রুপ-সি কর্মীদের জন্য আসন্ন দীপাবলির উদ্দেশ্যে অতিরিক্ত এক মাসের বেতনের সমান বোনাস ঘোষণা করেছে মোদি সরকার। রিপোর্টে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মীরা কমপক্ষে অর্ধ বছর ডিউটি করেছেন, তারা এই সুবিধা পাবেন। তাছাড়া ৩১শে মার্চ ২০২৩ সাল পর্যন্ত যে সকল কর্মীরা ডিউটি করেছেন তারাও এই সুবিধা পাবেন। এর পাশাপাশি অস্থায়ী কর্মীদের জন্যেও বিরাট বোনাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে ডিউটি বিরতি রাখলে সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কর্মীরা।
এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্যারামেলিটারি ফোর্সের সদস্যরা ১ মাসের বেতন সমান বোনাসের পাশাপাশি সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস পাবেন। এছাড়া অসামরিক বাহিনীরাও দীপাবলীর বোনাস পাবেন। তবে কে কত টাকা বোনাস পাবেন তা নির্ণয়ের জন্য সহজ একটি সূত্র রয়েছে। কর্মীদের গড় বেতনের উপর নির্ভর করে বোনাস প্রদান করে কেন্দ্রীয় সরকার। যদি কোন কর্মকর্তার বার্ষিক গড় বেতন ২০ হাজার টাকা হয় তবে ওই ব্যক্তি দীপাবলির বোনাস হিসেবে বেতনের সাথে অতিরিক্ত ১৯ হাজার টাকা পাবেন।