কাশ্মীর যা ভারতের ভূস্বর্গ নামে পরিচিত। কিন্তু বেশ কিছু সময় ধরে কাশ্মীর দুষ্কৃতীদের থাকার এক মূলকেন্দ্র হয়ে উঠেছে। শুধুমাত্র সেনা নয়, কাশ্মীরের সাধারন মানুষ, এমনকি ট্রাকচালকদের ওপরও গুলি, বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। কিছুদিন আগেই কাশ্মীরের দুজন ট্রাকচলকে হত্যা করে দুষ্কৃতীরা। সে ঘটনা শেষ হতে না হতেই কাশ্মীরে ৫ বাঙালির ওপর আক্রমন চালায় দুষ্কৃতীরা, যা নিয়ে ক্ষুব্ধ গোটা ভারত।
কাশ্মীরে ঘটনা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। কাশ্মীরের ৫ জন বাঙালীকে গুলি দিয়ে ঝাঝরা করেছে দুষ্কৃতীরা যা নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৫ জন নিহত শ্রমিকদের নাম শেখ কামারুদ্দিন, শেখ মহম্মদ রফিক, শেখ মুরসালিন, শেখ নিজাম, দিন মহম্মদ রফিক।
তিনি বলেন বাঙালিদের ওপর আক্রমনের ঘটনা শুনে তিনি দুঃখিত। মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন তারা। সবাই প্রান হারিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো কথাই তাদের পরিবারের দুঃখ কমাতে পারবে না। এবং তিনি আরও বলেন সরকার তাদের জন্য সবরকম সাহায্য দিতে প্রস্তুত।
অন্যদিকে বাঙালিদের মৃত্যুর ঘটনার কেন্দ্রীয় সরকারের তীব্র আক্রমন করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন কাশ্মীরের সমস্ত মানুষদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র সরকারের। সরকারের ভরসায় কাশ্মীরের মতো ভয়াবহ জায়গার শ্রমিকেরা যায় জীবিকা নির্বাহ করতে। তাদের মধ্যে ৫ জন মৃত। সন্ত্রাসবাদীরা ক্রমান্বয়ে হামলা চালিয়ে সাধারন মানুষের হত্যা করছে এবং সরকার চুপ হয়ে আছে। এই নিয়ে কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করেন তিনি।