মাত্র ৪০০ টাকায় পাওয়া যাবে LPG সিলিন্ডার, আপনিও পেতে পারেন এই সুবিধা
গত মাসেই কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল
রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই উৎসবের মরশুমে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।
গত মাসেই কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল। তারপর আবার রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার যোগ্য ব্যক্তিদের ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার অফার করছে। উল্লেখ্য, আগামী মাসেই এই দুই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। অন্যদিকে আরও একধাপ এগিয়ে তেলেঙ্গানা সরকার তাঁদের নির্বাচনী ইশতেহারেই জানিয়েছে যে তাঁরা ৪০০ টাকায় জনগনকে এলপিজি গ্যাস সিলিন্ডার দেবে। তেলেঙ্গানা সরকার এই দামে গ্যাস সিলিন্ডার মহিলা, কৃষি শ্রমিক, কৃষক, বয়স্ক ও প্রতিবন্ধীদের দেওয়ার কথা বলেছে।
অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার আগস্ট মাসে রাজ্যের মহিলাদের ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দিয়েছে। রাজস্থান সরকার গোটা রাজ্যের মানুষকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে। ২০০ টাকা দাম কমার পর থেকে অনেকটাই স্বস্তিতে রয়েছে দেশবাসী। গ্যাস সিলিন্ডারের দাম কমার পর বর্তমানে দেশের ৩৩ কোটি মানুষ এই পরিষেবা নিচ্ছেন। অন্যদিকে পিএম উজ্জ্বলা যোজনায় সরকার খরচ করতে চলেছে ১০.৩৫ কোটি টাকা।