LTC-র জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন নির্দেশিকা, দেখে নেওয়া যাক বিস্তারিত
এই নতুন নির্দেশিকা খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে
মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পর এবার কেন্দ্রীয় সরকার আরো একটি নতুন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। LTC তে যাওয়া কর্মীদের এয়ার টিকিট বুকিং সংক্রান্ত এই পরিবর্তন। যাতে তাদের এই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয় তার জন্যই এই নতুন পরিবর্তন করা হয়েছে। পার্সোনাল এন্ড ট্রেনিং ডিপার্টমেন্টের জারি করা স্মারকলিপি অনুসারে, এই পরিবর্তনটি সেই সব লোকেদের জন্য যারা এখনো পর্যন্ত কোন দাবি পাননি। ২৯ আগস্ট ২০২২ পর্যন্ত ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে যারা বিমান টিকিট বুক করেছেন তারা এই সুবিধা সরাসরি পাবেন।
DOPT জানিয়েছে, এই ধরনের মানুষরা এলটিসি দাবি করতে সক্ষম হবেন যারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে বিমান টিকেট বুক করেছেন। প্রকৃতপক্ষে, এমন অনেক কর্মী রয়েছেন যারা কোন বুকিং এর প্রমাণ দেখাতে পারেননি বলে এলটিসি দাবি করতে পারেননি। সরকারের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, তিনটি নিবন্ধিত ট্রাভেল এজেন্ট মেসার্স বালমের লরি এন্ড কোম্পানি লিমিটেড, মেসার্স অশোক ট্রাভেলস এন্ড টুরিস্ট এবং ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন এক্ষেত্রে বিমান সংক্রান্ত সমস্ত তথ্য দেবে সরকারকে।
এই ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে বিমানের টিকিট বুকিং এর সময় সব থেকে সস্তা ভাড়া দেখানো হবে। দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই তিনটি অনুমোদিত ট্রাভেল এজেন্ট এর ওয়েবসাইটে LTC এর জন্য বিমানে টিকিট বুকিং এর ক্ষেত্রে প্রমাণিত হবে। তিনটি অনুমোদিত এজেন্ট এলটিসির মাধ্যমে যাত্রার ক্ষেত্রে ইস্যু করা টিকিট এই LTC শব্দটি উল্লেখ করবে। দপ্তরের তরফ থেকে আরো বলা হয়েছে, ” যদি একই স্লটে ফ্লাইট টিকিট না পাওয়া যায় সে ক্ষেত্রে পরবর্তী স্লটের বিমানের টিকিটের তথ্য প্রিন্ট আউট করে রাখতে হবে।” তবে আপনাকে কিন্তু টিকিট বুক করতে হবে ওই উল্লেখিত তিনটি কোম্পানি থেকেই।