LPG Gas Cylinder: সাত সকালে জোর ধাক্কা, দেশজুড়ে বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, চাপে মধ্যবিত্ত
সারা ভারতে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে
উৎসবের মরশুমে প্রথমেই জোর ধাক্কা সাধারণ মানুষের হেসেলে। সারা দেশে আজকে কারওয়া চৌথ পালিত হচ্ছে। তার মধ্যে, জানা গিয়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় বৃদ্ধি পেয়েছে ১০৩ টাকা ৫০ পয়সা। এর ফলে এবার থেকে বাইরে খেতে গেলেই বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। প্রথম থেকেই মনে করা হচ্ছিল ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এবারে বৃদ্ধি পাবে। আর হলেও ঠিক তাই। নভেম্বর মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করল সংস্থাগুলি
আজ অর্থাৎ পহেলা নভেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৮৩৩ টাকা। অক্টোবরে এই গ্যাসের দাম ছিল ১৭৩১ টাকা ৫০ পয়সা। দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো ১০১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে কলকাতা দিল্লির পাশাপাশি মুম্বাইয়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একই ভাবে বেড়েছে।
গত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০৯ টাকা বেড়েছিল। এবার লাগাতার দ্বিতীয়বারের জন্য বাড়লো রান্নার গ্যাসের দাম। তবে রান্নার কাছে দাম বাড়লেও দেশের বিভিন্ন শহরে ঘরোয়া গ্যাসের দাম এখনো পর্যন্ত একই রয়েছে। দিল্লিতে এই মুহূর্তে ১৪ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা রয়েছে। কলকাতায় ৯২৯ টাকা দাম দিয়ে কিনতে হচ্ছে ১৪ কেজি সিলিন্ডার। মুম্বাইয়ে ৯০২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৯১৮ টাকা ৫০ পয়সা দাম ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের।