ভারতের বুকে মানুষের ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম হল ভারতীয় রেল পরিষেবা। দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এই ভারতীয় রেলের জাল। এক জায়গা থেকে অন্য জায়গায় মোটামুটি সাধ্যের মধ্যে যাওয়ার জন্য প্রধান অপশন বিভিন্ন এক্সপ্রেস ট্রেন। তবে এই সমস্ত ট্রেনে যাতায়াত করার জন্য বেশ অনেকদিন আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয় যাতে কনফার্ম সিট পাওয়া যায়। অনলাইনে আপনার স্মার্টফোন দিয়েই টিকিট কাটা যায় IRCTC অ্যাপের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে জাল IRCTC অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করলে চোখের নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে।
ইতিমধ্যেই IRCTC তাদের এই জাল অ্যাপ প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করেছে। এই অ্যাপ দেখতে হুবহু আসলের মত। কোনো সাধারণ মানুষ দুটি অ্যাপের পার্থক্য করতে পারবেন না। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ফিশিং লিঙ্ক পাঠিয়ে টাকা লুটে নিতে পারে। এই লিঙ্কে না হাত দেওয়ার পরামর্শ দিয়েছে IRCTC। তাই রেলের পক্ষ থেকে শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে।
এছাড়া আপনি যদি এমন জাল অ্যাপ পান তাহলে সঙ্গে সঙ্গে IRCTC কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে। এছাড়া কারোর সাথে ওটিপি শেয়ার করে নিষেধাজ্ঞা জানানো হয়েছে।