Gold Price Today: বৃহস্পতিবার ব্যাপক সস্তায় বিকোচ্ছে সোনা, গয়না কেনার জন্য দুর্দান্ত সুযোগ

প্রতিদিন যেভাবে সোনার দাম বাড়ছে তাতে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারন মানুষের। তবে, সময় ভালো বিনিয়োগকারীদের। প্রতিদিন নতুন নতুন রেকর্ড হাসিল করছে সোনার দাম আর তাতেই মুখে হাসি ফুটেছে সোনায়…

Avatar

প্রতিদিন যেভাবে সোনার দাম বাড়ছে তাতে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারন মানুষের। তবে, সময় ভালো বিনিয়োগকারীদের। প্রতিদিন নতুন নতুন রেকর্ড হাসিল করছে সোনার দাম আর তাতেই মুখে হাসি ফুটেছে সোনায় বিনিয়োগকারীদের। এখন সবদিক থেকেই সোনায় বিনিয়োগ করা লাভজনক। আর তারই প্রমাণ আবার মিলল বৃহস্পতিবার। রেকর্ড বলছে ২০২৩ সালে এখনো অবধি বিনিয়োগকারীদের ১০ শতাংশ রিটার্ন দিয়েছে সোনালী ধাতু। তাই আপনিও যদি সোনায় একজন বিনিয়োগ করতে চান, সময়টা আপনার জন্য ভালো বলা যেতে পারে।

গ্লোবাল ব্যাংকিং সঙ্কটের কারণে এখন সারা বিশ্বের সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশ গুলিতেও সোনার দাম হু হু করে বাড়ছে প্রতিদিন। এর প্রভাব পড়েছে ভারতেও। তবে গতকাল অর্থাৎ বুধবার সোনার দাম আগের তুলনায় কিছুটা কমেছিল। আর এই একই ধারা চলছে বৃহস্পতিবার। কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইলো নিম্নমুখী। তবে, বিশুদ্ধ রুপোর দাম রয়ে গেল একই জায়গায়। রুপোর দাম একটুও বাড়লো না কিংবা কমলো না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আজ কলকাতায় সোনার দাম রইলো কি রকম।

কলকাতার বুলিয়ান বাজার এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬১,৫২০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬,৩৯০ টাকা। গতকাল, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬১ হাজার ৫৩০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, আজ অর্থাৎ বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১০ টাকা করে। তবে রুপোর দাম আজ কলকাতায় প্রতি কেজি ৭৪১০০ টাকা।