Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING : কাশ্মীরে সন্ত্রাসবাদীরা আগুন লাগাল বিদ্যালয়ে, স্থগিত থাকলো বোর্ডের পরীক্ষা

Updated :  Friday, November 1, 2019 10:51 PM

কাশ্মীর : কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। কুলগ্রামে বিজেপি নেতার গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি সন্ত্রাসবাদীদের নিক্ষেপিত আগুনে জ্বলে উঠলো সরকারি বিদ্যালয়।স্থগিত থাকলেও বোর্ডের পরীক্ষা।

শনিবার দক্ষিণ কাশ্মীরের শপিয়ান জেলার একটি সরকারি বিদ্যালয় জ্বালিয়ে দেয় একদল সন্ত্রাসী। এদিন ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার কিছুক্ষণ আগেই আগুনে জ্বলতে থাকে বিদ্যালয়। সন্ত্রাসবাদীরা স্কুলটিকে পুড়িয়ে ফেলার জন্য পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলো। কাশ্মীরে গত কয়েক সপ্তাহে বিদ্যালয়ে আগুন লাগার মধ্যে এটি দ্বিতীয় ঘটনা।

কিছুদিন আগেই, পুলওয়ামার একটি স্কুলের বাইরে দুই বাহিনীর মুখোমুখির ঘটনা ঘটে যেখানে শিক্ষার্থীরা তাদের বোর্ডের পরীক্ষায় অংশ নিচ্ছিলো।একদল সন্ত্রাসী ও সুরক্ষা বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হলে পাঁচ শিক্ষার্থী স্কুলের ভিতরে আটকা পড়ে যায়। বুধবার কাশ্মীরে প্রায় ৪৮,০০০ শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির জন্য উচ্চ মাধ্যমিকের বার্ষিক নিয়মিত পরীক্ষায় অংশ নিয়েছিলো।

তবে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরকে দুটি অঞ্চলে ভাগ করায় পরেই সন্ত্রাসবাদীরা আরো জোরালো ভাবে আক্রমণ চালাচ্ছে কাশ্মীরে।