সম্প্রতি পুজোর মাসের মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছিল একের পর এক সুখবর। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করে। পুজোর মাস শেষ হতে না হতেই সরকারী কর্মীদের জন্যে মমতা সরকার নিয়ে এলো নতুন চমক।
এবারে আসতে চলেছে সপ্তম পে কমিশন। তবে পে কমিশন লাগু করার বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু নির্দেশ দেওয়া হয়নি। আগামী ৫ ই নভেম্বর এই বিষয় নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগন। খবর সূত্রে জানা যায় যে সপ্তম বেতন কমিশন চালু হলে ফের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মীদের।