অবশেষে সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। মোদী সরকার দীর্ঘ অপেক্ষার পর দিল তাঁদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির অনুমোদন। এই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের এই উপহার পেয়ে ব্যাপক খুশি হবেন কেন্দ্রীয় কর্মচারীরা। আপনাদের জানিয়ে রাখি, সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিসভা তা অনুমোদন করেছে। এখন কেন্দ্রীয় কর্মীরা ৪৬% হারে মহার্ঘ ভাতা পাবেন। এটি ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে।
কর্মচারী ও পেনশনভোগীদের এই বৃদ্ধি পাওয়া মহার্ঘ্য ভাতা দেওয়া হবে অক্টোবরের বেতনের সাথে। এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের টাকাও থাকবে। মোট ৪৮ লাখের বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং প্রায় ৬৫ লাখ পেনশনভোগী এই ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন। মন্ত্রিসভা অনুসারে, মহার্ঘ ভাতার বর্ধিত হার সরকারি কোষাগারে প্রায় ১২৫৭ কোটি টাকার আর্থিক বোঝা বাড়াবে। কিন্তু কিভাবে হচ্ছে এই ৪% এর হিসাব? জানতে চাইলে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) দ্বারা নির্ধারিত হয়। মহার্ঘ ভাতা গণনার সূত্র স্থির! 7ম CPC DA% = [{AICPI-IW এর গড় (বেস ইয়ার 2001=100) গত 12 মাসের জন্য – 261.42}/261.42×100] =[{382.32-261.42}/261.42×100]= 46। 7ম বেতন কমিশন অনুসারে, গত 12 মাসে AICPI-IW-এর গড় ছিল 382.32। সূত্র অনুযায়ী, মোট মহার্ঘ ভাতা হয়েছে 46.24 শতাংশ! DA বেড়েছে 46.24%-42% = 4.24% জুলাই ১, ২০২৩ থেকে! কিন্তু, সরকার ডেসিমেলে টাকা দেয় না! তাই মহার্ঘ ভাতা বেড়েছে ৪ শতাংশ। তাই ৪৬% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা।