বিনোদনবলিউডভোজপুরি

ঘরওয়ালি-বাহারওয়ালির মাঝে ফেঁসে গিয়েছে নিরহুয়া, একদিকে আম্রপালি অন্যদিকে মোনালিসা

Advertisement

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিটি পরিস্থিতিতেই ভালো গান থাকে, কিন্তু যখন স্বামী-স্ত্রীর কথা আসে, তখন ভোজপুরি গানের মাত্রা অন্য রকম পর্যায়ে পৌঁছে যায়। মজাদার গানে সজ্জিত মিউজিক ইন্ডাস্ট্রি এমন গান তৈরি করেছে যা দুই প্রেমিকের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটিয়ে থাকে। আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব নিরহুয়ার সাথে মোনালিসাকে পর্দায় দেখলে এই মজাটি কয়েক গুণ হয়ে যায়। এই তিনজনের রসায়ন ‘রাজা বাবু’ ছবির ‘মাথা ফেইল হো গাইল’ গানে একই রকম উন্মাদনা তৈরি করেছে।

মঞ্জুল ঠাকুর পরিচালিত ‘রাজা বাবু’ ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। ওয়েভ মিউজিক ভোজপুরি ২০১৭ সালে ইউটিউবে এই গানটি আপলোড করেছে। মজার ব্যাপার হলো, এই গানটি ৮৭ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। এবং বলা বাহুল্য এই গানটির ভিউজ যত সময় যাচ্ছে ততই বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে গানটির প্রতি মানুষের ভালোবাসা এতটুকু কমেনি।

ছবির গল্প ঘরওয়ালি-বাহারওয়ালি কনসেপ্টের উপর ভিত্তি করে। দীনেশ লাল যাদব নিরহুয়া একদিকে মোনালিসা এবং অন্যদিকে আম্রপালি দুবের সাথে রোমান্স করছেন। গানটির অবস্থা এমন যে তাকে দু’জনের মধ্যে প্রেম ভাগাভাগি করার জন্য প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে। শেষ পর্যন্ত ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় পড়েছেন দীনেশ লাল।

ভোজপুরি সিনেমার এই সুপারহিট গানটি গেয়েছেন কল্পনা, অলোক কুমার ও খুশবু জৈন। মজার গানের কথা লিখেছেন গীতিকার রাজেশ মিশ্র। সঙ্গীত পরিচালনা করেছেন ছোটে বাবা। ‘রাজা বাবু’ প্রেক্ষাগৃহে সুপারহিট হয়েছিল। ছবিতে রবি কিষাণও অভিনয় করেছেন।

Related Articles

Back to top button