কাশ্মীরে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে পাঁচ বাঙালি শ্রমিকের। আতঙ্কে ভুগছে ভূ-স্বর্গে কর্মরত শ্রমিকদের পরিবার। কাশ্মীরের অশান্ত পরিবেশ দুশ্চিন্তা বাড়িয়েছে তাদের। এবার তাদের সাহায্য করতে এগিয়ে এল রাজ্য প্রশাসন। কাশ্মীরে কর্মরত শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হলো। কাশ্মীরে কর্মরত মোট ১৩১ জন শ্রমিককে জম্মুতে ফিরিয়ে আনা হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যত শীঘ্র সম্ভব সবাইকে রাজ্যে ফিরিয়ে আনা হবে, এমনই জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।
তবে জঙ্গিহানায় আহত শ্রমিকের এখনও চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে তাকেও ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে রাজ্য। তবে ফিরিয়ে আনা শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে কী ভাবছে সরকার, সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি রাজ্য প্রশাসন। অন্যদিকে, কাশ্মীরে জঙ্গিহানায় বাঙালি মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে যেতে হচ্ছে বাঙালিদের। তাই এই ঘটনায় রাজ্য সরকার দায় এড়াতে পারে না।