কিছু দিন আগে কালীঘাটের বাসভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ পূরণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, রাজ্যে মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৪০০ জন এবং মহিলা ৩ হাজার ৬০০ জন।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। ক্ষমতাসীন শিবির বিশ্বাস করে যে এটি রাজ্য পুলিশ বাহিনীকে শক্তিশালী করবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে। এর আগে গত জুলাই মাসে রাজ্য সচিবালয় নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কনস্টেবল নিয়োগের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা পুলিশে ২,৫০০ কনস্টেবল নিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওই দিন বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আর কিছুই করা হয়নি। এর পরেই ১২ হাজার সৈন্য নিয়োগের বিষয়ে মন্ত্রিসভার অনুমোদনের কথা ঘোষণা করেন ফিরহাদ। এছাড়াও রাজ্যের একাধিক পদ ফাঁকা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। সেগুলো যাতে দ্রুত পূরণ করা হয় সে ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্তে আসতে পারে রাজ্য সরকার। সামনে নির্বাচন, তার আগে সরকারের পক্ষ থেকে বড় কোনো ঘোষণা করা হতে পারে বলে অনেকে মনে করছেন।