গত সপ্তাহ থেকে একটানা কমছে সোনার দাম। চলতি সপ্তাহের প্রথম দুই দিনেও স্বর্ণের দামে ধারাবাহিক পতন দেখা গেছে। তবে আজ সপ্তাহের তৃতীয় দিনে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী চাল দেখিয়েছে। এই দিওয়ালির মরশুমে প্রচুর মানুষ সোনা রূপা কেনেন। আর কিছুদিন পরে বিয়ের মরশুমের জন্যও সোনার ক্রয় বেশি হয়। এই মুহুর্তে আপনার শহরে সোনা ও রূপার দাম কত? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।
আজ ১৫ নভেম্বর, বুধবার দিল্লির বুলিয়ন বাজারে সোনা এবং রূপার দাম প্রকাশিত হয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই কমছে সোনার দাম। তবে আজ সপ্তাহের তৃতীয় দিনে স্বর্ণের দাম বেড়েছে। আজ সোনার দাম ১১০ টাকা বেড়েছে। আজ দেশের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০,৬০০ টাকা। অন্যদিকে গতকাল এই ২৪ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ছিল ৬০,৪৯০ টাকা। আর ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজকে ৫৫,৫৫০ টাকা।
দিল্লি ছাড়া আজ কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,৬০০ টাকা। আর ২২ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ৫৫,৫৫০ টাকা। অন্যদিকে চলতি সপ্তাহে টানা দুই দিন রুপোর দাম কমছে। তবে আজকের কথা যদি বলি, সপ্তাহের তৃতীয় দিনে রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা। আজ রূপা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৩ হাজার টাকায়।














