তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভা উপনির্বাচন লড়াইয়ে প্রার্থী ঘোষণা বিজেপির

আর মাত্র একবছর পর রাজ্যে বিধানসভা উপনির্বাচন। এই নির্বাচন নিয়ে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রত্যেকটি দল নিজ নিজ প্রার্থী বাছাইয়ে ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে রাজ্যে তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষনা…

Avatar

আর মাত্র একবছর পর রাজ্যে বিধানসভা উপনির্বাচন। এই নির্বাচন নিয়ে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রত্যেকটি দল নিজ নিজ প্রার্থী বাছাইয়ে ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে রাজ্যে তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষনা করল বিজেপি। কিছুদিন আগে কথা উঠছিল করিমপুরে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করা হবে। সেটা শেষমেশ সত্য প্রমাণিত হল। কাল, শনিবার খড়গপুর ও কালিয়াগঞ্জ কেন্দ্রেও প্রার্থী ঘোষনা করল তারা। খড়গপুরের প্রার্থী হলেন প্রেমচাঁদ ঝা। এভং কালিয়াগঞ্জে প্রার্থী হলেন কমলচন্দ্র সরকার।

শনিবার, দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুরে জগদ্ধাত্রী পুজার উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ বলেন, ‘যারা জেতে তারা দেরি করেই প্রার্থী ঘোষনা করে।’ তারপরেই দিল্লী থেকে তিনজন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। তারা হলেন জয়প্রকাশ মজুমদার, প্রেমচাঁদ ঝা, ও কমলচন্দ্র সরকার। কিছুদিন আগে তেহট্ট এলাকায় বিজেপির এক কর্মসূচীতে গন্ডগোলের সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। আক্রান্ত হন তিনি। এই গন্ডগোলের জন্য বিজেপি তৃনমূলকেই দায়ী করে।

About Author