ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৪ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ২০ লাখ টাকা, জানুন ভারত সরকারের এই লাখপতি প্রকল্পের ব্যাপারে

ভারত সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এসেছে

Advertisement

৫ বছরের কম বয়সী মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট করা এখন প্রত্যেক মানুষের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এই প্রকল্পের ৭.৬% হারে ব্যাপক সুদ দেওয়া হচ্ছে কন্যা সন্তানকে। বার্ষিক বিনিয়োগ ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই প্রকল্পের ক্ষেত্রে। ১৫ বছরের জন্য আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এবং এই প্রকল্পটি ২১ বছরের মধ্যে পরিপক্ক হবে। যে সময় আপনি মেয়ের বিয়ের জন্য তোর জোর শুরু করবেন, সেই সময় আপনার হাতে একটা মোটা টাকা তুলে দেবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা।

আপনি যদি আপনার মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে আপনার মেয়ের যখন ২১ বছর বয়স হবে সেই সময় একটা ভালো টাকা তার হাতে থাকবে। এই টাকা আপনি বিয়ের জন্য ব্যবহার করতে পারেন অথবা মেয়ের পরবর্তী পড়াশোনার জন্য ব্যবহার করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার মেয়ের জন্য ৪ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার মেয়ে ম্যাচুরিটিতে একটা মোটা টাকা পেয়ে যাবে। একটা ভালো পরিমাণ অর্থ প্রস্তুত হবে তার জন্য।

আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY প্রকল্পের প্রতি মাসে ৪০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ৪৮ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। আপনি ১৫ বছরের জন্য এই বিনিয়োগ করবেন। অর্থাৎ বলতে গেলে আপনি মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা বিনিয়োগ করবেন এই প্রকল্পে। অন্যদিকে সুদ থেকে আপনি আয় করতে পারবেন ১৩ লক্ষ ১৬ হাজার ৮৫০ টাকা। পরিপক্কতার পরে কন্যার হাতে থাকবে মোট ২০ লক্ষ ৩৬ হাজার ৮৫০ টাকা। শুধু তাই নয় সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সবথেকে বড় সুবিধাটা হলো, এখানে আপনি কিন্তু কর সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখানে বিনিয়োগ করেন তাহলে আপনি আয়কর আইনের ধারা ৮০সি অনুসারে কর সুবিধা পেয়ে যাবেন।

Related Articles

Back to top button