ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩০ নভেম্বর অবধি গ্যাস বুক করলে পাবেন ২০০ টাকা ছাড়, জানুন কিভাবে পাবেন এই সুবিধা

এই অফারটা খুব কম সময়ের জন্যই থাকবে

Advertisement

আজকের দিনে ভারতের বেশিরভাগ বাড়িতে রান্নার গ্যাসের ব্যবহার বেড়েছে। আজকের দিনে আর মাটির চুলার সাহায্যে নয়, সবাই গ্যাসেই রান্না করতে বেশি স্বচ্ছন্দ। আর সেই কারণেই মূলত এই গ্যাসের ব্যবহার ভারতের প্রতিটি বাড়িতে বাড়ছে। এই গ্যাসের ব্যবহার এতটা বেশি হওয়ার কারণে সরকারের তরফেও একাধিক নতুন পরিকল্পনা নিয়ে আসা হয়েছে ভারতের সাধারণ মানুষের সুবিধা করার জন্য। মহিলাদের যাতে রান্নার জন্য মাটির চুলা ব্যবহার করতে না হয় তা নিশ্চিত করার জন্য সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প নিয়ে এসেছে। সরকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ালে সাধারণ মানুষের পকেটে প্রভাব পড়ে। তাই যাতে সাধারণ মানুষের পকেটে চাপ না পড়ে, তার জন্য সরকার এনেছে এই স্কিম।

কয়েকদিন আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে জনগণকে সুখবর দিয়েছিল সরকার। এর আগে আগস্ট মাসে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার। তবে এখন আপনি আরো ২০০ টাকা সস্তায় এই গ্যাস কিনতে পারবেন। আর এই খবরটা কিন্তু একেবারেই সঠিক।

জেনে নিন কিভাবে সস্তায় সিলিন্ডার কিনবেন

আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করেন তবে এখন আপনারা বাম্পার ডিসকাউন্ট পাবেন। এটা আগে কিন্তু এই অ্যাপে দেওয়া হতো না। অ্যাপে ন্যূনতম ৫০০ টাকা পেমেন্ট করলে গ্রাহকরা ৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই ডিসকাউন্ট পেতে, ব্যাঙ্ক অফ বরোদা কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, আপনি যদি Paytm-এর মাধ্যমেও গ্যাস সিলিন্ডার বুক করেন, তাহলে আপনি ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এই অফার সম্পর্কে আরও জানতে, আপনি আপনার এলপিজি আইডি প্রবেশ করে সহজ উপায়ে বিষয়টি চেক করতে পারেন। আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান তবে আপনাকে ৩০ নভেম্বরের মধ্যে সিলিন্ডার বুক করতে হবে। এই অফারটি অত্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

গ্যাস সিলিন্ডার বুকিং এর গুরুত্বপূর্ণ সুবিধা

১. এলপিজি গ্যাসের অনলাইন পেমেন্টে আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।

২. আপনি যে কোন জায়গা থেকে এবং যে কোন সময় বুকিং করতে পারেন।

৩. এটি একটি সহজ, নিরাপদ এবং সুবিধাজনক উপায়।

৪. গ্যাস এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করার মতো কোনো ঝামেলা হবে না।

৫. এর সাহায্যে সিলিন্ডার ডেলিভারি ট্র্যাকিং করার কাজ সহজে করা যাবে।

Related Articles

Back to top button