দিল্লি : দূষণে জেরবার দিল্লির মানুষ। সোমবার আরও খারাপ হলো দিল্লির বাতাস। দূষণের মাত্রা পৌঁছেছে ভয়াবহ পরিস্থিতিতে। এই অবস্থায় আজ থেকে অর্থাৎ সোমবার ৪ই নভেম্বর থেকে দিল্লিতে ফের চালু হচ্ছে অড-ইভেন স্কিম৷ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। একদিন অড নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে আর পরেরদিন ইভেন নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে। আপাতত ১৫ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই নিয়ম, জানানো হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। ১০ই নভেম্বর অর্থাৎ রবিবার এই নিয়ম চালু থাকবে না বলে জানানো হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে অনুরোধ করেছেন এই নিয়ম মেনে চলতে। এই নিয়ম কেউ অমান্য করলে ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে বলে জানিয়েছে দিল্লি সরকার। শুধু দিল্লির গাড়িই নয়, দিল্লির বাইরে থেকে কোনো গাড়ি আসলে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। প্রসঙ্গত দিল্লিতে এদিনও দূষণ কমার কোনো লক্ষণই দেখা যায়নি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। আগামী ৫ তারিখ দিল্লিতে বেশিরভাগ জায়গায়ই সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকালেও দিল্লি ও তার সংলগ্ন অঞ্চল গুলিতে দৃশ্যমানতা খুবই কম। খারাপ দৃশ্যমানতার জেরে ৩৭ টি বিমানের গতিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷