জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। যেকোনো সময়ে সময়ে তারা ভারতীয়দের উপর আঘাত হানতে প্রস্তুত।আর জঙ্গিদের ভারতীয় সেনাদের উপর গ্রেনেড হামলা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।আজ আবার গ্রেনেড হামলার শিকার হলেন সাধারণ মানুষ।
আজ, সোমবার শ্রীনগরের মৌলানা আজাদ রোডের নিকট একটি বাজারে হয় গ্রেনেড হামলা। বাজারটিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গ্রেনেড ছুঁড়ে। এই ঘটনার ফলে ১৫ জন মানুষ আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে নিকট এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হামলা সম্বন্ধে এখনও বিশদ কিছু জানা যায় নি।
এই প্রথমবার নয় এর আগে বহুবার ভারতীয় সেনা এবং পুলিশকে নিশানা করে গ্রেনেড নিক্ষেপ করেছে জঙ্গিরা। সম্প্রতি কয়েকদিন আগেই শ্রীনগরে CRPF পুলিশকে নিশানা করে গ্রেনেড ছুঁড়েছিল কিছু সন্ত্রাসবাদী।এর পর থেকেই মারাত্মক আকার নিয়েছে এই গ্রেনেড হামলা।