বাংলাদেশ : নিম্নচাপ হোক বা দূরন্ত ঘূর্ণি। বঙ্গোপসাগরের ধারেকাছে কেউ থাকে না। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ হয়েই চলেছে। যার জেরে সৃষ্টি হচ্ছে একের পর এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শীত ঠিকমতো জাঁকিয়ে পড়ার আগেই বাংলাদেশে আসতে চলেছে ঘূর্ণিঝড়। সংস্থার ডেপুটি-ডিরেক্টর মাহনাজ খান চলতি মাসে বঙ্গোপসাগরে এক – দুটি নিম্নচাপ সৃষ্টির কথা জানিয়েছেন এবং এই নিম্নচাপগুলি ঘূর্ণিঝড় এর রূপ নিয়ে পারে বলে নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস সূত্রে খবর, ‘উত্তর আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আর আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি বেশি করে ঘনীভূত হবে এবং এটির এলাকা বিস্তৃত হতে পারে আশঙ্কা করা হচ্ছে’। জারি করা হয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের আগামী ৩ দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।