Record Gold Price: সোনার মূল্য পৌঁছে গেল নতুন রেকর্ডে, এখানেই থেমে থাকবে না সোনার দাম

ভারতীয় বাজারে এখন সোনার গয়নার একটা বিশাল চাহিদা রয়েছে। তারা দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সোনার মূল্য একটি নতুন রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে গোল্ডের স্পট প্রাইস ২১০০ ডলার হয়ে গিয়েছে…

Avatar

ভারতীয় বাজারে এখন সোনার গয়নার একটা বিশাল চাহিদা রয়েছে। তারা দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সোনার মূল্য একটি নতুন রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে গোল্ডের স্পট প্রাইস ২১০০ ডলার হয়ে গিয়েছে । বুলিয়ান বাজারে সোনার বাজার দর যেহেতু উপর দিকে রয়েছে তাই সেই কারণে এখন ভারতীয় সোনার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। ভূ রাজনৈতিক অনিশ্চয়তা সম্ভাব্য দুর্বল মার্কিন ডলার এবং সুদের হার পরিবর্তন সবমিলিয়ে এখন বেশ কিছুটা ঊর্ধ্বমুখী সোনার দাম। সুদের হার হ্রাসের প্রত্যাশা এই মুহূর্তে নেই কারণ ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের কারণে এখন মোটামুটি ভূ রাজনৈতিক দিক থেকে বিশ্ব বেশ অনিশ্চয়তায় রয়েছে।

যেহেতু সোনা এবং এ দিয়ে তৈরি গয়না কে একটা গুরুত্বপূর্ণ ভান্ডার হিসেবে বিবেচনা করা হয় তাই অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে সোনার ভালো পারফর্ম করার একটা প্রবণতা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। গ্লোবাল ইকোনমি এন্ড মার্কেট রিসার্চ বিশেষজ্ঞ হেং কুন হাও বলছেন, ২০২৪ সালের শেষের দিকে সোনার দাম ২২০০ ডলারের মাত্রা ছাপিয়ে যেতে পারে।

সোনার স্পট মূল্য সোমবার প্রতি আউন্সে ২১১০.৮ ডলারের নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার এই মুহূর্তে বাজার খোলার সঙ্গে সঙ্গেই এই দাম কিছুটা নামলেও, এই মুহূর্তে ২০৪৮.৫৯ ডলারের ব্যবসা করছে গোল্ড। মনে করা হচ্ছে এই বছরের তৃতীয় ত্রৈমাসিকের শেষের দিকে, সোনার গড় মূল্য ২১০০ ডলার হয়ে যেতে পারে। শক্তিশালী সেন্ট্রাল ব্যাংকের ক্রয়মূল্য বৃদ্ধিতে এটা একটা অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, আগামী ১২ মাসে সমস্ত সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ২৪ শতাংশই নিজেদের স্বর্ণ ভান্ডার বাড়াতে চাইছে। অর্থাৎ বলতে গেলে আগামী বছরগুলিতে অফিশিয়াল সেক্টর থেকে একটা উচ্চ চাহিদা আমরা দেখতে পেতে পারি।