গরিবদের উপহার দিলেন রতন টাটা, সবার হাতেই থাকবে ইলেকট্রিক গাড়ি, ৩১৫ কিলোমিটারের রেঞ্জ পাবেন, জানুন দাম
ভারতীয় অটোমোবাইল দুনিয়ায় এখন টাটা টিয়াগো একটা জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে
ভারতীয় অটো মোবাইল দুনিয়ায় টাটা একটা অত্যন্ত বড় নাম। ভারতের বাজারে প্রতিদিন প্রচুর সংখ্যক গাড়ি বিক্রি হয় এই কোম্পানির। এই কারণেই টাটা দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে বেশ কিছু সস্তা গাড়ি মার্কেটে নিয়ে এসেছে। আজকালকার দিনে বৈদ্যুতিক গাড়ির যুগ শুরু হয়েছে এবং সেই কারণে এই ধরনের গাড়ির চাহিদা দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা দেখে সমস্ত সংস্থা এই ধরনের গাড়ি তৈরি করার দিকে নজর দিচ্ছে। এই কারণে ভারতীয় অটো মোবাইল বাজারে অনেকগুলি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হয়েছে বিগত কয়েক বছরে। ইতি মধ্যেই টাটা তাদের বৈদ্যুতিক গাড়ি মার্কেটে নিয়ে এসেছে। টাটা কোম্পানিটি কম দামে ভালো গাড়ি সরবরাহ করে থাকার কারণে মানুষের কাছে বেশ জনপ্রিয়।
আমরা আজকে যে গাড়ির কথা বলতে চলেছি সেটি হল tata tiago ইভি। এই গাড়িটি ভারতের বাজারে বেশ ভালোমতো জনপ্রিয় হয়েছে এবং তার দামের কারণে অনেকেই বেশ পছন্দ করছে এই গাড়িটাকে। এই গাড়ির দাম অনেকটা কম রাখা হয়েছে যাতে অনেক বেশি মানুষ এই গাড়িটি কিনতে পারেন। এই গাড়িতে বেশ কিছু এমন ফিচার দেওয়া হয়েছে যা এই গাড়িকে একেবারে স্বয়ংসম্পূর্ণ করে তোলে। এই গাড়িতে কোম্পানির তরফে ৩১৫ কিলোমিটারের রেঞ্জ দেওয়া হয়েছে। অর্থাৎ একবার চার্জ করলে এই গাড়িটি ৩১৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। কোম্পানি এই গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছে যার ক্ষমতা ২৯.৩ কিলোওয়াট ঘন্টা।
টাটা টিয়াগো গাড়িটিতে একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে যার শক্তি উৎপাদন ক্ষমতা ৭৩.৫ বি এইচ পি। এই গাড়িটি তাদের জন্যই একটি দুরন্ত বিকল্প হতে চলেছে যারা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে চলেছেন একটি গাড়িতে। এই গাড়িটি মাত্র ৫৮ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যেতে পারে এবং এই গাড়িতে পাঁচটি আসন সরবরাহ করেছে কোম্পানিটি। ভারতীয় অটোমোবাইল বাজারে বর্তমানে ২০ টিরও বেশি বৈদ্যুতিক গাড়ি পাওয়া যাচ্ছে যার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি হলো টাটা টিয়াগো। এই গাড়ির এক্স শোরুম মূল্য রাখা হয়েছে মাত্র ৮ লক্ষ টাকা। যারা বৈদ্যুতিক গাড়িতে বেশি অর্থ বিনিয়োগ করতে রাজি নন তারা এই গাড়িটা কিনতেই পারেন।