Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI হোম লোনে ছাড় পাওয়ার শেষ সুযোগ, এই বিশেষ অফার শেষ হতে চলেছে ডিসেম্বরে

বাড়ি কেনা হল অনেক মানুষের জীবনের অন্যতম বড় স্বপ্ন। কিন্তু বাড়ি কেনা একটি ব্যয়বহুল ব্যাপার। তাই অনেকেই এই স্বপ্ন পূরণ করতে পারেন না। যারা নিজের বাড়ি কিনতে চান তাদের জন্য…

Avatar

বাড়ি কেনা হল অনেক মানুষের জীবনের অন্যতম বড় স্বপ্ন। কিন্তু বাড়ি কেনা একটি ব্যয়বহুল ব্যাপার। তাই অনেকেই এই স্বপ্ন পূরণ করতে পারেন না। যারা নিজের বাড়ি কিনতে চান তাদের জন্য এসবিআই-এর বিশেষ হোম লোন অফার একটি দুর্দান্ত সুযোগ। এই অফারের আওতায়, CIBIL স্কোরের ভিত্তিতে গ্রাহকদের ০.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হারে ছাড় দেওয়া হচ্ছে। এই অফারটি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রযোজ্য।

তবে আপনি কি জানেন CIBIL স্কোর কি? CIBIL স্কোর হল একটি আর্থিক স্কোর যা একজন ব্যক্তির ঋণ পরিশোধের ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই স্কোরটি ৩০০ থেকে ৯০০ এর মধ্যে পরিমাপ করা হয়। স্কোর যত বেশি, ঋণ পেতে ততই সুবিধা হয়। এসবিআই-এর হোম লোন অফারের আওতায়, ৭৫০ বা তার বেশি সিবিল স্কোরের গ্রাহকদের ০.৫৫ শতাংশ পর্যন্ত সুদের হারে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ, তারা ৮.৬০ শতাংশের পরিবর্তে ৮.০৫ শতাংশ থেকে ৮.৫৫ শতাংশ হারে সুদ দিতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ৭০০ থেকে ৭৪৯ সিবিল স্কোরের গ্রাহকদের ০.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হারে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ, তারা ৮.৭০ শতাংশের পরিবর্তে ৮.০৫ থেকে ৮.৩৫ শতাংশ হারে সুদ দিতে পারবেন। ৫৫০ থেকে ৬৯৯ সিবিল স্কোরের গ্রাহকদের কোনও সুদের হারে ছাড় দেওয়া হচ্ছে না। তারা ৯.৪৫ শতাংশ এবং ৯.৬৫ শতাংশ হারে সুদ দিতে পারবেন। এছাড়া এসবিআই-এর হোম লোন অফারের আওতায়, হোম লোন টেকওভার, রেডি টু মুভ প্রোপার্টি এবং বিল্ডার টীপআপ প্রোপার্টিতেও ছাড় দেওয়া হচ্ছে।

About Author