Today Trending Newsনিউজরাজ্য

Mamata Banerjee: মাসে মাসে ১৫০০ টাকা, সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা, উত্তরবঙ্গে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়

এবারে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে চা শ্রমিকদের জন্য বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

উত্তরবঙ্গে গিয়ে আবারো কল্পতরূ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসাথে একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে। জমির পাট্টা থেকে শুরু করে বাড়ি তৈরির টাকা, বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ১,৫০০ টাকা ভাতা থেকে শুরু করে আরো অনেক ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপিকে টক্কর দিতে এবারে সরকারি অনুদান কে নতুন করে টার্গেট করতে চাইছে তৃণমূল। আর সেই বিষয়টাই এবারে উত্তরবঙ্গের সভা থেকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি চা শ্রমিক এবং প্রায় ৬ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে। তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে চা শ্রমিকদের জন্য মাসিক দেড় হাজার টাকা দেওয়ার সরকারি প্রতিশ্রুতির ঘোষণা। এই ঘোষণাকে মমতা সরকারের নতুন মাস্টার স্টোক বলে মনে করছেন অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ২৬ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়া হবে, তার মধ্যে ৬০০০ পাট্টা দেওয়া হয়েছে এদিন। মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্প নামের একটি প্রকল্প শুরু করেছেন। জমির পাট্টার সঙ্গে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ” ভুটিয়া বস্তি যেটা রয়েছে সেই জায়গা থেকে ওদের এখানে নিয়ে আসো। ওদের এস্টাবলিশ করা হবে। যে চা বাগান গুলো বন্ধ রয়েছে তাদের শ্রমিকদের দেড় হাজার টাকা করে দিয়ে দাও। এই মাস থেকে দিয়ে দাও। আমি শ্রম দপ্তরের সচিবকে বলবো।”

জমির পাট্টা বাড়ি তৈরির জন্য লক্ষাধিক টাকা থেকে শুরু করে বেশ কিছু নগদ ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আলিপুরদুয়ারে এসেছিলেন সেই সময় তিনি গিয়েছিলেন চা বাগানের শ্রমিকদের কাছে। এখানে তিনি শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে বলে জানিয়েছিলেন। আর এবারে সেই প্রতিশ্রুতি পূর্ণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আলিপুরদুয়ারে বন্ধ হয়ে যাওয়া ছটি চা বাগান খোলার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পাহাড়ের জন্য বেশ কিছু নতুন প্রকল্প এবং কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং থেকে শুরু করে জিটিএর জন্য একাধিক প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী নজরে। এতদিন পর্যন্ত কার্শিয়াং এবং দার্জিলিং এর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করলেও এবারে আলিপুরদুয়ারের জন্য নতুন কিছু ঘোষণা নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে পুরোপুরি ভাবে পরাজিত হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের অন্যতম সাংসদ জন বারলা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করলেও, এখনো পর্যন্ত আলিপুরদুয়ারে জমি পুরোপুরি ভাবে শক্ত করতে পারেনি তৃণমূল কংগ্রেস। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে এবারে টার্গেট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই বিজেপির প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। তারমধ্যে আবার আলিপুরদুয়ারে বিজেপির প্রভাব সব থেকে বেশি। সেই সমস্ত প্রভাব কাটিয়ে ২০২৪ সালের নির্বাচনে ভালো ফল করতে চাইছে তৃণমূল। বলতে গেলে ২০২৪ সালের নির্বাচনে উত্তরবঙ্গকে টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকটায় নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button