Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্রেনের ই-টিকিট এবং আই-টিকিটের মধ্যে পার্থক্য কি জানেন? বুকিং করার আগে আপনার কাজের জন্য এটা অবশ্যই জেনে রাখুন

দেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর প্রতিদিন ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। ট্রেনে যাতায়াত করার জন্য প্রতিদিন স্টেশনে টিকিট কাটতে হয় তাদেরকে। তাই আজকালকার দিনে মানুষ স্টেশন থেকে টিকিট কেনার পরিবর্তে…

Avatar

দেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর প্রতিদিন ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। ট্রেনে যাতায়াত করার জন্য প্রতিদিন স্টেশনে টিকিট কাটতে হয় তাদেরকে। তাই আজকালকার দিনে মানুষ স্টেশন থেকে টিকিট কেনার পরিবর্তে ঘরে বসে অনলাইনে টিকিট বুক করে থাকেন।। নতুন ধরনের টিকিটকে বলা হয় ই টিকিট অথবা আই টিকিট। কিন্তু অনেকেই ই টিকিট এবং আই টিকিটের মধ্যে তফাৎটা জানেন না। চলুন আজকে সেটাই আমরা জেনে নিই।

প্রথমত এটা আপনাকে বুঝতে হবে যে ই টিকিট এবং আই টিকিট দুটোই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে বুক করতে পারবেন। আপনি আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে এই দুটি টিকিট বুক করতে পারবেন। আপনি যে কোন জায়গায় ভ্রমণের জন্য দুটি টিকিট বুক করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমত জেনে নেওয়া যাক ই টিকিটের ব্যাপারে। এটি হলো একটি ইলেকট্রনিকভাবে মুদ্রিত টিকিট। রেলের কাউন্টারে না গিয়ে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আপনি অনলাইনে এই টিকিট বুক করতে পারেন। রেলওয়ে কাউন্টারে টিকিটের মতোই বৈধ বলে বিবেচিত হয় এই টিকিট। এই টিকিট সাধারণত ইমেইল বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিতরণ করা হয় যাত্রীর কাছে। স্মার্টফোনে এই টিকিট সংগ্রহ করে যাত্রীরা এই টিকিট প্রিন্ট করতে পারেন প্রয়োজন হলে।

অন্যদিকে আই টিকিট হলো ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বুক করা একটি বিশেষ টিকিট, যেটি যাত্রীর ঠিকানায় কুরিয়ার এর মাধ্যমে বিতরণ করা হয়। কমপক্ষে তিন দিন আগে এই আই টিকিট বুক করতে হবে। যারা সাধারণ টিকিট কাটতে পছন্দ করেন তারা এই ধরনের টিকিট বেশি কাটেন। এই টিকিট ভারতীয় রেলের তরফ থেকেই কুরিয়ার করা হয়। তবে জানিয়ে রাখি ট্রেনের নিশ্চিতকরণের সাথে ই টিকিট অথবা আই টিকিটের কোন সম্পর্ক নেই। ট্রেনের টিকিটের নিশ্চিতকরণ মূলত বাতিলের উপরে নির্ভর করে।

About Author