ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

Aadhaar Card: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে আধার কার্ড দিয়ে, অবিলম্বে এই কাজটি করুন

আপনাকে যদি আধার কার্ড সুরক্ষিত রাখতে হয় তাহলে আপনাকে নির্দিষ্ট কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে

Advertisement

প্রতিদিন ভারতের সাইবার জালিয়াতির সংখ্যা বৃদ্ধি এই কারণে এই পরিস্থিতিতে আপনাকে আপনার আধার কার্ড সবসময় সুরক্ষিত রাখতে হবে। আপনি যদি আপনার আধার কার্ড সুরক্ষিত থাকে তাহলে আপনি কোন সমস্যার মধ্যে পড়বেন না এবং আপনার ব্যাংক আরো বেশি সুরক্ষিত থাকবে। আপনাদের জানিয়ে রাখি, এখনকার দিনে আধার নম্বর থেকে আঙ্গুলের ছাপ নিয়ে প্রতারণামূলক কাজ করা হচ্ছে। বেশিরভাগ রাজ্যেই এরকম ঘটনা ঘটে আসছে বলে জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও পুলিশ বিভাগের তরফ থেকে এই সমস্ত বিষয়ের ব্যাপারে এখন তদন্ত করা হচ্ছে। সাইবার জালিয়াতের জন্য আধার কার্ড একটা দারুন মাধ্যম হয়ে উঠেছে।

আপনি যদি কোন ফটোস্ট্যাটের দোকানে যান তবে কোনো অবস্থাতেই আপনার আধার কার্ডের কপি জনসমক্ষে রাখবেন না কারণ এর মাধ্যমে অনেকেই আপনার আধার কার্ডের সমস্ত বিবরণ জেনে ফেলতে পারেন। এরপরে প্রতারক একটি কৃত্রিম জাল আঙুলের ছাপ তৈরি করে আপনার নাম করে এটিএম থেকে টাকা তুলতে পারে। এই কারণে পুলিশের তরফ থেকেও একটি পরামর্শ জারি করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভুলবশত ফটোকপির দোকানে যদি ফটোকপি ভুলে যান তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে। যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় তাহলে সাথে সাথেই ১৯৩০ নম্বরে কল করুন। কল করে আপনার পুরো সমস্যার কথা জানান। এছাড়া অভিযোগ করতে আপনি থানায় গিয়ে একটি ডায়েরি করতে পারেন।

জেনে নিন কিভাবে আপনার আঁধার বায়োমেট্রিক লক করবেন। যদি আপনাকে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা লক করতে হয় তাহলে আপনাকে UIDAI এর নির্দিষ্ট অ্যাপে যেতে হবে এবং সেখানে আধার কার্ডের নম্বর লিখে লগইন করতে হবে। এরপর আপনাকে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি লিখতে হবে এবং কন্টিনিউ করতে হবে। এরপর সার্ভিস অপশনে ক্লিক করে আনলক বায়োমেট্রিক বিকল্পটি নির্বাচন করতে হবে এবং সেখানে আপনার আঁধার বায়োমেট্রিক ডেটা লক করতে হবে।

Related Articles

Back to top button