Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

7th Pay Commission: খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য, শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছে ২ লাখ টাকা

Updated :  Monday, December 18, 2023 2:12 PM

নতুন বছর শুরু হওয়ার পূর্বেই সরকারি চাকরিজীবীদের জন্য আসতে চলেছে অবিশ্বাস্য খবর। প্রত্যেক কর্মচারীর ব্যাংকে আসতে চলেছে প্রায় দুই লাখ টাকা! যা কোন অংশে লটারির চেয়ে কম নয় বলে মনে করছেন অনেকেই। এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। তাদের বকেয়া DA-র টাকা এবার খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে।

শুধু তাই নয়, ১৮ মাসের বকেয়া DA-র পাশাপাশি আরও একটি দামদার সংবাদ পেতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, 7th Pay Commission-এর অধীনে কর্মচারীদের জন্য আরও ৪% DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। অর্থাৎ, দীপাবলীর আগেই ফুলে ফেঁপে উঠতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত ১৮ মাসের অমীমাংসিত DA নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ কাল অর্থাৎ ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকার DA বকেয়া টাকা যুক্ত করেনি কর্মচারীদের অ্যাকাউন্টে। খুব শীঘ্রই এবার সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অনুমান করছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

এখানেই শেষ নয়, চলতি বছরের শেষ লগ্নে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ বেশ কিছুটা বাড়াতে চলেছে সরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২% DA পেয়ে থাকেন। এবার তার সাথে যুক্ত হতে চলেছে আরও ৪% DA। ফলে ২০২৪ সাল থেকে সর্বমোট ৪৬% DA পেতে চলেছেন চাকরিজীবীরা। ফলে এই সুসংবাদ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য লটারির চেয়ে কোন অংশে কম নয়।