BB Specialআজকের দিনলিপি

আজকের দিনলিপি : ৮ই নভেম্বর দিনটি কেন বিখ্যাত

Advertisement
  • আজ বিশ্ব আরবানাইজেশন ডে।
  • 1731 সালে আজকের দিনে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরী প্রতিষ্ঠা করেন
  • 1881 সালে আজকের দিনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় সম্পাদনায় বালক-বালিকাদের সাপ্তাহিক আর্য কাহিনী প্রকাশিত হয়
  • 1910 সালে আজকের দিনে নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করা হয়
  • 1895 সালে আজকের দিনে জার্মান পদার্থবিদ উইলিয়াম রঞ্জন এক্স রে আবিষ্কার করেন।
  • 1906 সালে আজকের দিনে বিখ্যাত কথা সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ এর মৃত্যু হয়
  • 1933 সালে আজকের দিনে আফগানিস্থানেররাজা নাদির শাহ আততায়ীর হাতে মৃত্যু বরণ করেন
  • 1933 সালে আজকের দিনে লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী ভারতীয় আলোকচিত্রশিল্পী মৃত্যুবরণ করেন

Related Articles

Back to top button