Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিম সক্রিয় রাখতে Bsnl-এর সবচেয়ে সস্তা প্ল্যান, প্রতিদিনের খরচ হবে মাত্র তিন টাকা

Updated :  Monday, December 25, 2023 11:48 AM

বিএসএনএল এমনিতেই তার সস্তা এবং সাশ্রয়ী প্ল্যান এর জন্য বেশ পরিচিত ভারতে। এই মুহূর্তে ভারতের অনেক মানুষের কাছে বিএসএনএল কোম্পানির সিম আছে। তারা অত্যন্ত সস্তা দামে একটি আর্থিক পরিকল্পনা খুঁজতে পারেন এবং সেই প্ল্যান রিচার্জ করলে একটা দারুন বেনিফিট পেতে পারেন। আমরা আজকে আপনাদের একটি নতুন bsnl প্ল্যান এর ব্যাপারে বলতে চলেছি যার খরচ মাত্র তিন টাকা প্রতিদিন। সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এই দারুণ বার্ষিক প্ল্যান নিয়ে এসে হাজির হয়েছে আপনাদের জন্য।

বিএসএনএল এর কাছে এই মুহূর্তে ১১৯৮ টাকার একটি বার্ষিক প্ল্যান রয়েছে, যার বৈধতা হলো ৩৬৫ দিন। এটাই হল এই প্লেনের সবথেকে বড় সুবিধা। এখানে আপনি প্রতিমাসে ৩ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। আপনি কোন রকম ডাটা সীমা পাবেন না। আপনার ইন্টারনেটের গতি কমে ৮০ কেবিপিএস হয়ে যেতে পারে যদি আপনার প্রতিদিনের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায়। এই প্লানে ডেটা সীমা থাকলেও আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে প্রতি মাসে ৩০ টি করে বিনামূল্যে এসএমএস আপনি করতে পারছেন। আপনি প্রতি মাসে ৩০০ মিনিট বিনামূল্যে কথা বলতে পারবেন

যারা তাদের সিম সক্রিয় রাখতে চাইছেন তাদের জন্য এই প্ল্যান একেবারে সেরা। এই প্ল্যান গ্রহণ করলে গ্রাহকরা ফ্রি ডেটা বা আনলিমিটেড কল পাবেন না। তবে এর সবথেকে বড় বেনিফিট হল এতে পুরো বছরের বৈধতা পাওয়া যাবে। অনেকে এমন আছেন যারা নিজের বিএসএনএল নাম্বার কে শুধুমাত্র ব্যবহার করেন ফোন রিসিভ করার জন্য। তাদের জন্য এটা একটা ভালো প্ল্যান হতে পারে। এই ধরনের প্ল্যান কিন্তু কোন বেসরকারি টেলিকম সংস্থা আপনাকে অফার করেনা। সেই কারণেই আপনি এই পরিকল্পনা গ্রহণ করতে পারেন

বিএসএনএলের ১১৯৮ টাকার এই প্ল্যান আপনি যদি গ্রহণ করেন তাহলে প্রতি মাসে আপনার ১০০ টাকা থেকেও কম খরচ হবে। অর্থাৎ হিসাব করে দেখতে গেলে একদিনের খরচ ৩ টাকা থেকেও কম।