মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে থেকে গান্ধী পরিবারের সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী প্রত্যেকের সাথে সরকারের বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এবারে এই বিতর্ক এক নয়া মোড় নিতে চলেছে। এবারে গান্ধী পরিবারের নিরাপত্তার যেতে অন্য পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর এবার থেকে এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ ক্যাটেগরির নিরাপত্তা পাবে না গান্ধী পরিবার। এর পরিবর্তে জেড প্লাস ক্যাটাগরির অর্থাৎ সিআরপিএফ নিরাপত্তা বহাল করা হবে রাহুল, সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর জন্য। নিরাপত্তা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে গান্ধী পরিবার বা কংগ্রেসকে কোনো কিছুই জানানো হয় নি। আজ, শুক্রবার সন্ধ্যায় এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সূত্রে খবর। এই বিষয়ে বিশদ খবর জানতে আমাদের সাথে জুড়ে থাকুন