নিউজরাজ্য

বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা, জানুয়ারি থেকেই বাড়তি টাকা, কত টাকা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের?

চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার

Advertisement

এবারের অর্থবর্ষের রাজ্য বাজেটে এবারে অনেকদিন পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা। ফের বড় দিনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরে এবারে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ১ জানুয়ারি অর্থাৎ এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের।

মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সময় রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ বাংলায় পে কমিশন রয়েছে। সেই কারণে মহার্ঘ ভাতা অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল কিন্তু অন্যরকম। তবে রাজ্যের সার্ভিস রুল অন্যরকম। তাই রাজ্যের ক্ষেত্রে কিন্তু মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়। সেটা সম্পূর্ণরূপে ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে দশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে আগে যেটা ছিল ১২৫%, সেটা এখন হয়ে গেল ১৩৫ শতাংশ।’

সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির উপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা মহার্ঘ ভাতা কত টাকা পাবেন, চলুন সেটা হিসাব করে নেওয়া যাক। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের বেসিক বেতন ১৭ হাজার টাকা। সেই বেসিক পে অনুযায়ী ১০ শতাংশ মহার্ঘ ভাতা ধার্য করা হয়েছে। চাকরি জীবনের বয়স অনুযায়ী গ্রুপ ডি কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা হয়। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন তারা। অন্যদিকে বিডিওদের মাসিক বেতন ৫৬ হাজার টাকার কাছাকাছি। সেই অনুযায়ী মাস গেলে ২২৪৪ টাকা বেশি বেতন পাবেন তারা। বিসিএস আধিকারিক যাদের ২ লক্ষ টাকার মত, তারা প্রায় অতিরিক্ত ৮ হাজার টাকা বেতন পাবেন।

Related Articles

Back to top button